এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 24 July, 2019 6:19 PM IST

দার্জিলিঙের সিঙ্কোনা প্লান্টেশনের জমিতে জৈব পদ্ধতিতে কফি চাষ শুরু হয়েছে। তবে এখনও এই কফি সেইভাবে বাজারজাত হয়নি। শুধুমাত্র কালিংপং এর বাজারে এই কফি আনা হয়েছে। সিঙ্কোনা প্লান্টেশনের কর্তৃপক্ষ আশা করছেন, দার্জিলিং চা এর মত দার্জিলিং কফিও যথেষ্ট কদর পাবে। কর্তৃপক্ষ জানিয়েছে যে ৫৪ একর জমিতে কফি চাষ শুরু হয়েছে। পরবর্তীকালে বানিজ্যিকভাবে এই চাষ করা হবে। সিঙ্কোনা প্লান্টেশনের কর্মীরাই কফি চাষ শুরু করেন। এই কর্মীদের সেন্ট্রাল কফি রিসার্চ  ইন্সটিটিউটে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

 

রুনা নাথ।

English Summary: Darjeeling coffee plantation
Published on: 21 March 2018, 06:17 IST