উদ্ভিদ শব্দটি সকলের কাছেই পরিচিত একটি শব্দ। উদ্ভিদ জীবজগতের একটি বড় গোষ্ঠী। যাদের অধিকাংশই সালোকসংশ্লেষনের মাধ্যমে শর্করা-জাতীয় খাদ্য তৈরি করতে পারে। সম্প্রতি উদ্ভিদ বিজ্ঞানীরা এমন একটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন যার আকার ২০,০০০ ফুটবল মাঠের সমান। এটি স্থলভাগের উদ্ভিদ না, এটি একটি সামুদ্রিক উদ্ভিদ। এই উদ্ভিদের জন্ম থেকে বেড়ে ওঠা সবই সামুদ্রিক পরিবেশে।
উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এটিই বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদ। এটি একটি 'সি গ্রাস' বা সামুদ্রিক ঘাস। অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এই গাছটির সন্ধান পাওয়া গেছে। উদ্ভিদটির জিন পরীক্ষার মাধ্যমে জানা যায় এটি শুধু একটি মাত্র বীজের মাধ্যমে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে গাছটি বড় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ দেশি বনাম হাইব্রিড, ফল এবং শাকসবজি চেনার সহজ উপায়
গবেষণার জন্য এই গাছটির অঙ্কুর সংগ্রহ করেন বিজ্ঞানীরা। প্রায় ১৮,০০০ জিন পরীক্ষা করে দেখেন এখানে কতধরনের উদ্ভিদ রয়েছে! কিন্তু গবেষণার রিপোর্টে জানা যায়, সেখানে মাত্র একটিই গাছ রয়েছে। শার্ক বে-র ১৮০ কিলোমিটার-জুড়ে এই গাছটি ছড়িয়ে পড়েছে। এছাড়াও জানা গিয়েছে এই গাছ বছরে ৩৫ সেন্টিমিটার করে বাড়তে পারে। আর সেই হিসাবে গাছটির বয়স এখন সাড়ে চার হাজার বছর। এই বিষয়ে বিজ্ঞানীদের দাবী এখনও পর্যন্ত এটিই বিশ্বের বৃহত্তম উদ্ভিদ।