রঙ মেশানো সবজি বিষয়ে সতর্ক থাকুন- দ্বিতীয় পর্ব শচীন যতন: সাফল্যের গল্প, কঠোর পরিশ্রম এবং সঠিক পছন্দ সাফল্যের দিকে পরিচালিত করে মাহিন্দ্রা নোভো 605 ডিআই! বিমল কুমার: কম সময়, বেশি কাজ, কঠোর পরিশ্রম এবং সঠিক প্রযুক্তি মাহিন্দ্রা 275 ডিআই টিইউ পিপি দিয়ে ভাগ্য পরিবর্তন করেছে
Updated on: 18 January, 2021 4:20 AM IST
Red Spinach (Image Credit - Google)

লালশাক এর বৈজ্ঞানিক নাম 'Amaranthus gangeticus'।লালশাক সবার কাছেই প্রিয় একটি পুষ্টিকর শাক। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু। সারা বছরই এ শাক পাওয়া যায়।

আসুন জেনে নেই লাল শাক চাষের জন্যে কি কি  কি ব্যবস্থাপনার প্রয়োজন।

মাটি (Soil) -

বেলে দোঁ-আশ থেকে এঁটেল দোঁ-আশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমিই চাষের জন্য সবচেয়ে উপযোগী।

জাত -

আলতা পেটি ২০, রক্ত লাল, বারি লালশাক ১, ললিতা, রক্তরাঙ্গা, পিংকি কুইন, রক্তজবা ও স্থানীয় জাত।

সময় -

সারা বছরই লাল শাক আবাদ করা যায়। তবে ভাদ্র-পৌষ পর্যন্ত বেশী চাষ হয়।

বীজবপন (Seed Sowing) -

ছিটিয়ে অথবা লাইনে বীজ বোনা যায়।

বীজের পরিমাণ (Seed Quantity) -

এক শতকে                    হেক্টর প্রতি

সারিতে  ১০০ গ্রাম              ১-১.৫ কেজি

ছিটিয়ে   ১৫০ গ্রাম              ২-২.৫ কেজি

বীজবপন পদ্ধতি -

জমি ভাল করে চাষ ও মই দিয়ে সমান করার পর ১ ভাগ বীজের সাথে ৯ ভাগ শুকনা ছাই মিশিয়ে হালকা ভাবে ছিটিয়ে লাল শাকের বীজ বুনতে হয়। লাইন করে অথবা সারি করে বুনতে হলে ১৫ থেকে ২০ সেন্টমিটার দূরে দূরে কাঠি দিয়ে ১.৫ থেকে ২.০ 8সেন্টিমিটার পর্যন্ত গভীর করে বীজ বুনতে হয়। পরে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে।   

আরও পড়ুন - সূর্যমুখী ফুলের চাষ করে আয় করুন অতিরিক্ত অর্থ (Cultivation Guide Of Sunflower)

সারের পরিমাণ -

সার          এক শতকে               হেক্টর প্রতি

গোবর        ৪০ কেজি ১০ টন

ইউরিয়া       ৫০০ গ্রাম               ১২৫ কেজি

টিএসপি       ৩০০ গ্রাম               ৭৫ কেজি

এমওপি       ৪০০ গ্রাম                ১০০ কেজি

সার প্রয়োগের নিয়ম (Fertilizer Application) -

সব সার বীজ বোনার আগেই মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে।

পরিচর্যা -

ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গমিটারে ১০০ থেকে ১৪০ টি গাছ রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে ৫ সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হয়। ৪-৫ দিন পর পর সেচ দিতে পারলে ভাল। তাছাড়া পরিস্কার করে সময়মত মাটি আলগা করে দিতে হবে।

ফসল সংগ্রহ - 

বীজ বোনার ৩০ থেকে ৪০ দিনের মধ্যে শাক খাওয়ার উপযুক্ত হয়। একসাথে শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করা ভালো।

ফলন -

প্রতি শতকে ৩০-৪০ কেজি, হেক্টর প্রতি ৫-৬ টন।

আরও পড়ুন - পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে আলু চাষিভাইদের জন্য বিশেষ সতর্কীকরণ (Importance Guideline For Farmers)

English Summary: Learn how to cultivate red spinach
Published on: 08 January 2021, 04:22 IST