অনুখাদ্যের অভাব জনিত কারণে ফসলে শারীরবৃত্তীয় বিঘ্ন ঘটে ফলে গাছে এমন কিছু লক্ষণ প্রকাশ পায়, যেগুলি রোগের মত দেখতে হয়। এই সমস্যা গুলি দূরীকরণে অণুখাদ্য প্রয়োগ দরকার ।
বোরনের (B) অভাব জনিত লক্ষণ - বাঁধাকপি ও ফুলকপির ফাঁপা কাণ্ড, ফুলকপির গোলাপী রঙ, আলু, বেগুন, মূলো, কপি ফেটে যাওয়া, টমাটো ও পেয়ারার ফলের গায়ে উঁচু দাগ, গাছের ডগা কালো হয়ে শুকিয়ে যাওয়া, মূলো ও বীটের ভিতরে কালো পচন, কুমড়ো জাতীয় ফসলে কান্ড ফাটা, সূর্যমুখীর চিটে দানা ইত্যাদি ।
প্রতিকার - অভাবী জমিতে জমি তৈরির সময় 4 কেজি বোরক্স জৈব সারের জৈব সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে। অন্যভাবে প্রতি লিটার জলে 2 গ্রাম বোরক্স বা 1 গ্রাম বোরিক অ্যাসিড গুলে ফসলের 1 ও 1•5 মাস বয়সে যথাক্রমে 100লিটার ও 200লিটার মিশ্রণ / একর জমীতে পাতায় স্প্রে করতে হবে । লক্ষণ প্রকাশ পাওয়া ফসলে এই মিশ্রণ 15 দিন বাদে 2বার প্রয়োগ করতে হবে ।
জিঙ্কের (Zn)অভাব জনিত লক্ষণ-
ধান গাছের মরচে রোগ, গমের হলদে সাদা পাতা, ভুট্টার সাদা পাতা, সর্ষের নীলচে বেগুনি পাতা,আলুর ব্রোঞ্জ রঙের পাতা, টমাটোর মোটা, ছোট ও কোঁচকানো পাতা,লেবুর ছোট ও বিকৃত ফল ইত্যাদি ।
প্রতিকার - অভাবী জমিতে জমি তৈরির সময় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট জৈব সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা হয়। অথবা প্রতি লিটার জলে 0•5গ্রাম চিকলেটেড জিঙ্ক গুলে 1 ও 1•5 মাস বয়সে যথাক্রমে 100লিটার ও 200লিটার মিশ্রণ / একর জমীতে পাতায় স্প্রে করতে হবে । লক্ষণ প্রকাশ পাওয়া ফসলে এই মিশ্রণ 15 দিন বাদে 2বার প্রয়োগ করতে হবে ।
মলিবডেনামের (Mo) অভাবজনিত লক্ষণ –
ফুলকপির কাস্তের মত সরু পাতা, বাঁধাকপির পাতা মুরে কাপের মত আকৃতি, টমাটোর পাতা বেঁকে কাপের মত আকৃতি, আলুর পাতায় ফ্যাকাসে ছোপ, বেগুন, সূর্যমুখী, পেঁপের পাতার অংশ কমে যাওয়া ইত্যাদি।
প্রতিকার - অ্যামোনিয়াম মলিবডেট জৈব সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। অথবা প্রতি লিটার জলে 0•5গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট , 1 ও 1•5 মাস বয়সে যথাক্রমে 100লিটার ও 200লিটার মিশ্রণ / একর জমীতে পাতায় স্প্রে করতে হবে । লক্ষণ প্রকাশ পাওয়া ফসলে এই মিশ্রণ 15 দিন বাদে 2বার প্রয়োগ করতে হবে ।