আপনার দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্তই দেখতে পাবেন ফুল আর ফুল। কিছুক্ষণের জন্য ভেবে নিতে পারেন আপনি ফুলের রাজ্যে পাড়ি দিয়েছেন। মন ভরিয়ে দেয় ফুলের রং, আর সুবাসে। শীতের মরশুমে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই। শীতের সময় ফুল উৎপাদনে প্রতিবছর শীর্ষ স্থানে থাকেন পূর্ব মেদিনীপুর জেলা। এই কয়েকমাসে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু মানুষ ফুল বিক্রি করেই জীবিকা নির্বাহ করে। নানা রঙের ফুলের সমাহারে হারিয়ে যেতে ভিড় জমান পর্যটকরা।
দুর্গাপুজোর পরই কাঁসাই ও ক্ষীরাই নদীর ডান ও বাঁ দিকের ক্ষেত জুড়ে বসানো হয় ফুলের চারাগাছ। যা ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির প্রথম দু সপ্তাহ পর্যন্ত মাঠ জুড়ে থাকে নানা রঙের ফুলের সমাহার। যেদিকেই যাবেন হরেক রঙের গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনী, গোলাপ, আষ্টার, মোরগঝুঁটি আরও কত নাম না জানা ফুল। এই সময় ফুলের রূপ-রস-গন্ধে ভরিয়ে রাখে ক্ষীরাই উপত্যকাকে। প্রাকৃতিক এই সৌন্দর্যের টানেই ক্ষীরাই ফুলবাগিচাগুলিতে ভিড় করে মানুষ৷
কীভাবে যাবেন ফুলের রাজ্যেঃ
হাওড়া (Howrah) থেকে খড়গপুর (Kharagpur) বা মেদিনীপুর লোকাল (Medinipur Local) ট্রেন ধরে পাঁশকুড়ার পরের স্টেশন ক্ষীরাই। সময় লাগবে ২ ঘণ্টা। ক্ষিরাই স্টেশনে নেমে তিন নম্বর লাইন ধরে পাঁশকুড়ার দিকে ২.৫ কিলোমিটার হেঁটে গেলেই নজরে আসবে ফুলের শোভা।