ঘন কুয়াশা বা হাল্কা বৃষ্টির ফলে বাতাসে আদ্রতা ও তাপমাত্রা বৃদ্ধি পেলে এবং আবহাওয়া স্যাতস্যাতে হলে আলুর জমিতে নাবি ধ্বসা হওয়ার সম্ভাবনা দেখা যায়।
রোগের লক্ষণ -
এই রোগে আক্রান্ত গাছের পাতা ও ডাটিতে বাদামী রঙ-এর জলে ভেজা, অনিয়মিত ছোপ বিশেষ করে পাতার ডগা ও ধারে দেখা যায়। এই রোগে প্রথমে নীচের দিকের পাতার নীচের অংশে শুরু হয়।
(ক) রোগহীন আলু গাছের বয়স ৪-৫ সপ্তাহ হলে প্রতিষেধক হিসাবে নিম্নলিখিত ছত্রাকনাশকগুলি সঠিক মাত্রায় স্প্রে করুন -
১) কপার অক্সি ক্লোরাইড - ৫০% ডব্লিউ. পি. @ ৪ গ্রাম / লিটার জলে
অথবা ২) ম্যানকোজেব - ৭৫ % ডব্লিউ. পি. @ ২.৫ গ্রাম / লিটার জলে
অথবা ৩) কপার হাইড্রক্সাইড - ৭৭ % ডব্লিউ. পি. @ ২.৫ গ্রাম / লিটার জলে
অথবা ৪) মেটিরাম - ৫০% ডব্লিউ. পি. @ ৪ গ্রাম / লিটার জলে
অথবা ৫) প্রপিনেব - ৭০% ডব্লিউ. পি. @ ৩ গ্রাম / লিটার জলে।
(খ) আক্রান্ত গাছে নিম্নলিখিত ছত্রাকনাশকগুলি সঠিকমাত্রায় স্প্রে করুন ও
১) ডাইমিথোমরফ - ৫০ % ডব্লিউ. পি. @ ১.৩ গ্রাম / লিটার জলে
+ ম্যানকোজেব - ৭৫% ডব্লিউ. পি. @ ২ গ্রাম / লিটার জলে
(দুটি ছত্রাকনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে)
২) সাইমক্সানিল ৮ % + ম্যানকোজেব - ৬৪ % ডব্লিউ. পি. @৩ গ্রাম / লিটার জলে
অথবা ৩) ফেনামিডন ১০% + ম্যানকোজেব - ৫০ % ডব্লিউ. পি. @ ৩ গ্রাম / লিটার জলে
অথবা ৪) ক্লোরোথ্যালোনিল ৭৫% ডব্লিউ. পি. @ ২.৫ গ্রাম / লিটার জলে
অথবা ৫) অ্যাজোক্সিস্ট্রবিন ২৩% এস. সি. @ ১ মিলি / লিটার জলে
অথবা ৬) পাইরাক্লোস্ট্রবিন ৫%ডব্লিউ. জি+ মেটিরাম ৫৫% ডব্লিউ. জি. @ ৩-৩.৫ গ্রাম / লিটার জলে
অথবা ৭) আইপ্রোভ্যালিকার্ব ৫.৫% + প্রপিনেব ৬১.২৫ % ডব্লিউ. পি. @ ২ গ্রাম / লিটার জলে
অথবা ৮) মেটাল্যাক্সিল ৮% + ম্যানকোজেব - ৬৪ % ডব্লিউ. পি. @২.৫ গ্রাম / লিটার জলে
অথবা ৯) অ্যামেটোক্টাডিন +ডাইমিথোমরফ - ২০.২৭ % এস. সি. @ ২ মিলি / লিটার জলে
অথবা ১০) ফ্লুপিকোলাইড ৫.৫৬ % + প্রোপামোকার্ব হাইড্রোক্লোরাইড ৫৫.৬ % এস. সি. @ ৩ মিলি / লিটার জলে।
মনে রাখবেন -
১) নিয়মিত ভোরবেলা নিজের মাঠ নিজেই পরিদর্শন করুন এবং গাছের নীচের অংশের কান্ড ও পাতাগুলি লক্ষ করুন।
২) অযথা জমিতে বেশি জল দেবেন না।
৩) এই সময় রাসায়নিক সার ও অনুখাদ্য না দেওয়াই ভাল।
৪) ছত্রাকনাশক পাতার নীচগুলিতে ও কান্ড ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। একই ছত্রাকনাশক বারবার প্রয়োগ না করে ওষুধ গুলো পর্যায়ক্রমে পাল্টে ব্যবহার করতে হবে।
৫) ছত্রাকনাশক স্প্রে করার জন্য বিঘা প্রতি (৩৩ শতক) ৮০-১০০ লিটার জলের অবশ্যই প্রয়োজন।
৬) নাবিধ্বসায় কারবেনডাজিম, থায়োফানেট মিথাইল কখনই স্প্রে করবেন না।
বিশেষ দ্রষ্টব্য –
আরও পড়ুন - কৃষকবন্ধুরা বিশদ পরামর্শের জন্য ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন
সূর্যমুখী ফুলের চাষ করে আয় করুন অতিরিক্ত অর্থ (Cultivation Guide Of Sunflower)