পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 26 December, 2018 4:06 PM IST

ভারতের প্রাক্তণ প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপায়ী –এর স্মৃতির উদ্দেশ্যে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকসভায় ১০০ টাকার কয়েন উদ্বোধন করলেন। ২৪ শে ডিসেম্বর ছিল বাজপেয়ীজির জন্মদিন। এই দিনটি  ‘গুড গভর্নেনাস ডে’ বা ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করা হয়।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন লোকসভার স্পীকার সুমিত্রা মহাজন, অর্থমন্ত্রী শ্রী অরুন জেটলী, বর্ষীয়ান বি জে পি নেতা শ্রী লালকৃষ্ণ আডবানি, বি জে পি প্রেসিডেন্ট শ্রী অমিত শাহ প্রমুখ।

১৯৯৮ – ২০০৪ সাল পর্যন্ত শ্রী অটল বিহারী বাজপায়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের দেশের মেরুদন্ড( জাতীয় সড়ক) সুদৃঢ় হয়েছে ও দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ পেয়েছে। ২০১৫ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। এবছর ১৬ই আগস্ট দিল্লির এইমসে ৯৩ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: 100 rupees coin Atal Bajpeyi
Published on: 26 December 2018, 04:06 IST