প্রতি কেজি জিলিপির দাম ২০ হাজার টাকা। সেই জিলিপি দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। তবে গল্পের মত হলেও এটি সত্যি। জানেন এই বহু মূল্যবান জিলিপি কোথায় পাওয়া যায়? কারাই বা কিনে এই সোনার মত মুল্যের জিলিপির স্বাদ নিচ্ছেন?
একদমই তাই আসলে এটি সোনার জিলিপি। বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তৈরি করছে এই বহু মূল্যবান জিলিপি। পবিত্র রমজান উপলক্ষে এই নয়া ধামাকা এনেছে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল। গত বুধবার এই জিলিপির কথা জানান হোটেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান এই জিলিপিতে রয়েছে ২৪ ক্যারেট সোনা। প্রথম আলো সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই জিলিপি তাঁরা বিক্রি করা শুরু করেছেন বৃহস্পতিবার থেকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সোনায় মোড়া এই জিলিপির নাম শাহী জিলিপি। এই খাবারে রয়েছে ২০ টি সোনার পাতা।
আর কোনও গ্রাহক যদি এই জিলিপি কিনতে চান তাহলে তাঁকে ২৫০ গ্রাম কিনতে হবে। অতএব ২৫০ গ্রাম জিলিপির দাম হচ্ছে ৫ হাজার টাকা। আসলে বাংলাদেশের টাকা অনুযায়ী এই জিলিপির দাম ১৫ হাজার টাকা কিন্তু আমাদের দেশের টাকা অনুযায়ী এই জিলিপির দাম ২০ হাজার টাকা।
ইতিমধ্যেই এই ২০ হাজারের জিলিপির স্বাদ নিতে ৫-৬ টি গ্রাহকের অর্ডার এসেছে। রমজান মাসে গ্রাহকদের অভিনব স্বাদ দিতেই হোটেলের এই প্রচেষ্টা। গত মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের ফেসবুক পেজে এই জিলিপি সংক্রান্ত তথ্য শেয়ার করেন। উল্লেখ্য এই হোটেলে যে জাফরান জিলিপি বিক্রি করা হয় সেটির দামও প্রায় কেজি প্রতি ১৮০০ টাকা। তবে এবার সকলকে চমকে দিয়ে এক অভিনব মিষ্টি এনেছে এই হোটেল।
আরও পড়ুনঃ এবার চালক ছাড়ায় চলবে ট্রাক্টর! আসছে রিমোট চালিত প্রযুক্তি