এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 6 April, 2023 6:03 PM IST
ছবি- InterContinental Dhaka

প্রতি কেজি জিলিপির দাম ২০ হাজার টাকা। সেই জিলিপি দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। তবে গল্পের মত হলেও এটি সত্যি। জানেন এই বহু মূল্যবান জিলিপি কোথায় পাওয়া যায়? কারাই বা কিনে এই সোনার মত মুল্যের জিলিপির স্বাদ নিচ্ছেন?

একদমই তাই আসলে এটি সোনার জিলিপি। বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তৈরি করছে এই বহু মূল্যবান জিলিপি। পবিত্র রমজান উপলক্ষে এই নয়া ধামাকা এনেছে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল। গত বুধবার এই জিলিপির কথা জানান হোটেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান এই জিলিপিতে রয়েছে ২৪ ক্যারেট সোনা। প্রথম আলো সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই জিলিপি তাঁরা বিক্রি করা শুরু করেছেন বৃহস্পতিবার থেকে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সোনায় মোড়া এই জিলিপির নাম শাহী জিলিপি। এই খাবারে রয়েছে ২০ টি সোনার পাতা।

আর কোনও গ্রাহক যদি এই জিলিপি কিনতে চান তাহলে তাঁকে ২৫০ গ্রাম কিনতে হবে। অতএব ২৫০ গ্রাম জিলিপির দাম হচ্ছে ৫ হাজার টাকা। আসলে বাংলাদেশের টাকা অনুযায়ী এই জিলিপির দাম ১৫ হাজার টাকা কিন্তু আমাদের দেশের টাকা অনুযায়ী এই জিলিপির দাম ২০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  Hanuman Jayanti।BJP with Lord Hanuman“হনুমানজির মতই রাক্ষসদের সঙ্গে মোকাবিলা করতে হবে” দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মোদীর

ইতিমধ্যেই এই ২০ হাজারের জিলিপির স্বাদ নিতে ৫-৬ টি গ্রাহকের অর্ডার এসেছে। রমজান মাসে গ্রাহকদের অভিনব স্বাদ দিতেই হোটেলের এই প্রচেষ্টা। গত মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের ফেসবুক পেজে এই জিলিপি সংক্রান্ত তথ্য শেয়ার করেন। উল্লেখ্য এই হোটেলে যে জাফরান জিলিপি বিক্রি করা হয় সেটির দামও প্রায় কেজি প্রতি ১৮০০ টাকা। তবে এবার সকলকে চমকে দিয়ে এক অভিনব মিষ্টি এনেছে এই হোটেল।

আরও পড়ুনঃ  এবার চালক ছাড়ায় চলবে ট্রাক্টর! আসছে রিমোট চালিত প্রযুক্তি

English Summary: 20 thousand rupees wrapped in gold! Will you taste it?
Published on: 06 April 2023, 06:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)