কৃষিজাগরন ডেস্কঃ ট্যুইট করে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন শুভেন্দু অধিকারী।টুইটারে তিনি লেখেন “গোদের উপর বিষফোঁড়া !!! এতদিন শোনা যেত - বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি। নতুন সংস্করণ:- পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫ ! স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস !” রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই খোঁচা দিলেন শুভেন্দু।
প্রশঙ্গত, নিয়োগ দুর্নিতি মামলায় এবার ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাই কোর্টের নির্দেশের পর আর কোন বাঁধা রইল না। এর সঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে।
আরও পড়ুনঃ মন্ত্রীসভায় রদবদল!আইন হাতছাড়া কিরনের,নতুন মন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল
নিয়োগ দুর্নিতিতে ধৃত কুন্তল ঘোষ দাবি করেছিলেন, নিয়োগ মামলায় অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে তাঁকে দিয়ে। সিবিআই এবং ইডি তাঁর উপর এর জন্য ‘চাপ’ সৃষ্টি করছে বলে থানায় চিঠি ও দিয়েছিলেন কুন্তল। পরে কুন্তলের এই দাবি এবং চিঠি সংক্রান্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে তিনি বলেন, অভিষেককেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই।যদিও পরে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে।দায়িত্বে আসেন বিচারপতি অমৃতা সিন্হা।
আরও পড়ুনঃ ভাগ্য ফিরল মালদহের আলু চাষীদের! একধাক্কায় দাম বাড়ল ১৬ টাকা
তবে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে আসানসোলে রয়েছেন অভিষেক।সূত্রের খবর, সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদকের।