রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 12 May, 2020 8:50 PM IST

বিধানসভা নির্বাচনের সময়ে পাঁচ বছরের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ, এখনও ঘরে ঘরে কত চাষীকে মরতে হচ্ছে কখনও দেনার দায়ে, কখনও তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ফসলের ন্যায্য দাম না মেলায়, কে রাখে তাঁদের খবর? কৃষি প্রধানদেশ ভারতে কৃষিখাতের অবস্থা উন্নতির লক্ষ্যে দাবি জানিয়ে ৮ জানুয়ারি গ্রামীণ ভারত বন্‌ধের ডাক দিয়েছে 'সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি'।

হান্নান মোল্লা, ভি এম সিংহ, মেধা পাটেকর, সকল নেতার একই অভিযোগ, চাষীদের সমস্যার সমাধান তো দূরে থাক, তাঁদের অবনতির দিকে কোন লক্ষ্যই নেই সরকারের। গত তিন বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কোটি টাকা প্রিমিয়াম গোনার পরেও ফসল বিমার টাকা দিতে চাইছে না সংস্থাগুলি। চাষীদের ঋণ মকুবেও আপত্তি দেখা দিচ্ছে।

চাষীর হাতে পর্যাপ্ত টাকা না-থাকায় চাহিদার ভাটায় ধুকছে গ্রামীণ অর্থনীতি। পাঁচ বছরে ভারতকে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছে সরকার। অথচ, কৃষি জিডিপি-তে বৃদ্ধির হার বিগত বছরের তুলনায় নিম্নগামী। এমতাবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ কৃষকরা। শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বাজারদরের ভিত্তিতে কৃষি বৃদ্ধির হার যথেষ্টই নিম্নমুখী। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও, কৃষিক্ষেত্রে নতুন কোন পদক্ষেপ গৃহীত হয়নি।

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: 8th- jan -Farmers -call- for -a -strike- in -rural -India
Published on: 03 January 2020, 03:08 IST