রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 27 February, 2020 4:26 PM IST

আপনি যদি স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান, তবে ছাগল বা মেষ চাষের ব্যবসা আপনার পক্ষে সুবিধাজনক। এতে অধিক উপার্জনের সম্ভাবনাও রয়েছে। লক্ষণীয় বিষয় হ'ল সরকারও এর জন্য অনুদান দিচ্ছে।

ছাগল ও মেষ পালনে পশুপালকদের উৎসাহিত করতে সরকার জাতীয় লাইভ স্টক মিশনের আওতায় কৃষক ও প্রাণিসম্পদ কৃষকদের অনুদান দিচ্ছে। বিভিন্ন কারণ বিবেচনায় রেখে ভর্তুকির বিধান করা হয়েছে।

জাতীয় লাইভ স্টক মিশন কী:

কৃষকদের আয় বৃদ্ধি করতে এবং জনগণকে কর্মসংস্থান দেওয়ার জন্য সরকার এই প্রকল্পটি তৈরি করেছে। এর অধীনে ছাগল/মেষ চাষকে উত্সাহ দেওয়া হচ্ছে। এর আওতায় দেশে পশুপালনের জন্য ভর্তুকি দেওয়া হচ্ছে। মিশনের আওতায় বিভিন্ন রাজ্য সরকার নিজের অনুদানের পরিমাণ পরিবর্তন করতে পারে। তবে অনেক রাজ্য এতে ভর্তুকির পরিমাণ বাড়িয়েছে।

ছাগল/ভেড়া চাষের পরিকল্পনা:

এই প্রকল্পের আওতায় পালক ১০ ছাগল বা ১০ টি মেষ পাবেন। মাত্র ১০ শতাংশ একটি ইউনিটে প্রদান করতে হবে। অর্থাৎ, যদি মোট ব্যয় ৬৬,০০০ টাকা হয় তবে সুবিধাভোগীকে কেবলমাত্র দশ শতাংশ (৬,৬০০টাকা) দিতে হবে। অবশিষ্ট অর্থ উপকারকারীর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রাপ্ত হবে।

এই সংবাদ সম্পর্কে সম্পূর্ণ তথ্যের জন্য, আপনি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন। সম্পূর্ণ বিবরণের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

http://www.dahd.nic.in/about-us/divisions/national-livestock-mission

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: 90 percent- subsidy -is -being -given- on -goat -and -sheep -farming
Published on: 27 February 2020, 04:26 IST