'জলস্বপ্ন' প্রকল্প (Jalswapna)-
'জলস্বপ্ন' প্রকল্প -রাজ্যের মানুষের জলসমস্যা দূর করার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত সোমবার এর প্রচলন করেছেন। নবান্ন থেকে ৫৮ হাজার কোটি টাকার এই প্রকল্পের শিল্যান্যাস করেন তিনি। তিনি জানিয়েছেন, এই প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়নের পর রাজ্যের মানুষকে আর জলকষ্টে ভুগতে হবেনা।
রিপোর্ট অনুযায়ী, ভূগর্ভস্থ জলস্তর ক্রমশ কমেই চলেছে। রাস্তার পাশে কোথাও হয়ত কল থেকে অনবরত জল পড়েই চলেছে আবার কোথাও চিত্রটা এর বিপরীত। সামান্য একটু জল নিতে গেলেও লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়, নয়তো পানীয় জলের উদ্দেশ্যে পাড়ি দিতে হয় বেশ কয়েক মাইল। রাজ্যের বেশ কয়েকটি গ্রাম, প্রত্যন্ত অঞ্চলের সাথে সাথে মহানগরীতেও দেখা দিচ্ছে স্বচ্ছ পানীয় জলের অভাব। এই সকল স্থানের মানুষদের সমস্যা সমাধানের জন্য তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
৫৮ কোটি টাকার বাজেট (56 crore budget)-
রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে৷ এর জন্য ৫৮ হাজার কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। এর ফলে ২ কোটি পরিবার উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এই প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগবে আনুমানিক ৫ বছর৷ বেশ কয়েকটি পর্যায়ে রাজ্য জুড়ে এই কাজ শেষ করা হবে৷
মুখ্যমন্ত্রী বলেছেন, 'জলের অপর নাম জীবন৷ 'জল ধরো জল ভরো' প্রকল্পে আমরা খুব ভাল কাজ করছি৷ এই প্রকল্পের কাজ শেষ হলে মা বোনেদের আর দূর থেকে জল টেনে আনতে হবে না৷'
তিনি আরও বলেন, এই প্রকল্পের কাজ করতে গিয়ে গ্রামীণ এলাকাগুলিতে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে৷ ফলে রাজ্য থেকে বেকারত্ব অনেকটাই কমবে, প্রচুর ছেলে মেয়ের কাজের সুযোগ হবে৷
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরী ব্যঙ্গ করলেও নিঃসন্দেহে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ উপকৃত হবেন।
Image Source - Google
Related Link - (Aadhar & Ration Card Link- get additional benefit) এই পদ্ধতিতে আবেদন করুন আর পেয়ে যান সরকারের এই অতিরিক্ত সুবিধা
কৃষকদের ফসলের বীমা (crop insurance) করার জন্য দিতে হবে না আর কোন অর্থ – সরকার করবে পূর্ণ সহায়তা
পেপার প্লেটের ব্যবসা (Paper Plate Business) থেকে হতে পারে প্রচুর লাভ