Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 19 December, 2022 11:05 AM IST
Aam Aadmi Party : রাজ্যে ২০২৩-এর পঞ্চায়েত ভোটে বাংলায় এবার আম আদমি পার্টি (সংগৃহীত ছবি)

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে। নিজেদের মত করে প্রচার শুরু করে দিয়েছে একাধিক রাজনৈতিক দলগুলি। তবে এবার পঞ্চায়েত নির্বাচনে বাংলায় TMC, BJP, CPIM, ISF, কংগ্রেসের সঙ্গে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হতে চলেছে। মিডিয়া সুত্রে জানা গিয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি প্রার্থী দেবে এবং বিপক্ষ রাজনৈতিক দলগুলির সঙ্গে লড়বে। বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা আম আদমি পার্টির জেলা ইনচার্জ মৃত্যুঞ্জয় বসাক৷

সুত্রের খবর অনুযায়ী, রাজ্যের ১৮ থেকে ১৯টি জেলায় আম আদমি পার্টি (Aam Aadmi Party) কমিটি গঠন করেছে। ভোটের আগে জোড় কদমে ব্লক কমিটি গঠনের দিকে এগোচ্ছে দল। দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠনের কাজ কতটা এগিয়েছে সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তবে সংগঠন কতটা জোরাল তার উপরই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে লড়া নির্ভর করবে বলে মত দলের নেতাদের। এছাড়াও জানা গিয়েছে সংগঠন যেখানে যেখানে তৈরি হয়েছে, সেখানেই লড়বে আম আদমি পার্টি।

আরও পড়ুনঃ শেরগড়ের ভুংড়া গ্রামে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন কৈলাশ চৌধুরী

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আম আদমি পার্টির জেলা ইনচার্জ জানান, মানুষ না চাইলে দল কখনই ক্ষমতাই আসতে পারবে না। তিনি আরও বলেন ‘আম আদমি পার্টি কোনও ব্যক্তি বা দলের বিরোধী নয়, দুর্নীতির বিরোধী। বর্তমানে জাতীয় দলে উন্নীত হয়েছে আম আদমি পার্টি। এমন একটা সময় ছিল যখন দলের ৮০ থেকে ৮১ জন বিধায়ক ছিল। এখন সংখ্যাটা বেড়ে হয়েছে ১৮০ এবং কাউন্সিলরের সংখ্যাও ১৩০ জন পার করেছে।

উল্লেখ্য, পঞ্জাবে ক্ষমতায় আসার পর গত মার্চ মাসে কলকাতায় একটি পদযাত্রা করে অরবিন্দ কেজরিওয়াল। যার নাম দিয়েছিল ‘পদার্পণ যাত্রা’। রাজ্যে ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের নজর বাংলা দখল। বলা চলে বাংলার রাজনীতিতে অন্য বিকল্পের সন্ধান দিতেই জোরকদমে ময়দানে নেমেছে কেজরিওয়ালের দল। 

English Summary: Aam Aadmi Party Contest In West Bengal Panchayat Elections 2023
Published on: 19 December 2022, 11:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)