এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 18 May, 2020 4:35 PM IST

করোনা ভাইরাসকে (Coronavirus) প্রতিহত করতে দেশজুড়ে চলছে লকডাউন পিরিয়ড৷ আর এই লকডাউনের সময় জনসাধারণকে চিকিৎসা সংক্রান্ত সুবিধা, তথ্য দিতে ভারত সরকারের আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu App) খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে উঠেছে৷ প্রায় ১০ কোটি ভারতীয় এই অ্যাপের ব্যবহার করছে বলে জানা যাচ্ছে৷

গত এপ্রিলে এই অ্যাপ প্রচলন করা হয়৷ এবং সেই সঙ্গে এই অ্যাপ ডাউনলোড করার আবেদন জানায় সরকার৷ এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কতটা রয়েছে৷ আসলে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোভিড -১৯ পজিটিভে (Covid 19) আক্রান্ত কিনা তা সহজে বোঝা সম্ভব নয়, যা বোঝাতেই এই মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের সাহায্যে বোঝা যাবে কোভিড ১৯ আক্রান্ত ব্যাক্তি আপনার আশেপাশে রয়েছে কিনা৷ ব্লুটুথ লোকেশনের ওপর ভিত্তি করেই এই তথ্য আপনার ফোনে আসবে কারণ এই অ্যাপ সবসময় ট্র্যাক করছে কোভিড-১৯ আক্রান্তদের। মোট ১১টি ভাষায় এটি পাওয়া যাচ্ছে৷

আরোগ্য সেতু (Aarogya Setu App) থেকে কী জানা যাবে-

১) কোভিড ১৯-এ আক্রান্ত কোনও ব্যক্তি আপনার কাছাকাছি আছে কিনা৷

২) আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে কিনা

৩) স্থানীয় এবং জাতীয় স্তরে কোভিভ ১৯ সংক্রান্ত যাবতীয় খবর পাওয়া যাবে

৪) ই-পাসের সুবিধা- এই অ্যাপের মাধ্যমে ই-পাস পাওয়ার সুবিধা যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে৷ তবে এর বেশি এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি৷

প্রসঙ্গত, আরোগ্য সেতু অ্যাপের পরেই নীতি আয়োগ নিয়ে আসে আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইট-ও (AarogyaSetu Mitr) ৷ পিএসএ এবং নীতি আয়োগের আওতায় এই আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটটি কাজ করবে বলে জানানো হয়৷ তবে এইসব সুবিধা পেতে ওয়েবসাইটে রেজিস্টার করে নিজের পরিচয় দিতে হবে৷ দেশের ২৫টি শহরে এটি কাজ করবে৷

এর থেকে কী কী সুবিধা পাওয়া যেতে পারে দেখে নিন-

চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুবিধা- এই বিভাগে চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুবিধার পাশাপাশি যাতে ফোনে সরাসরি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যায় তার প্রচেষ্টা চলছে৷ চ্যাট, কল অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তি যোগাযোগ করতে পারবেন চিকিৎসকের সঙ্গে৷

এখানে রয়েছে হোম ল্যাব টেস্ট বিভাগ, যেখানে পার্টনার হিসেবে যারা রয়েছে তারা হল- ডঃ প্যাথল্যাবস্, মেট্রোপলিস, এসআরএল ডায়াগনোস্টিক, থাইরোকেয়ার সহ আরও অনেকে৷ টেস্টের জন্য ব্যবহারকারীরা যেটিতে চান সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট সংস্থা সম্পর্কে জানতে পারবেন এবং টেস্টের জন্য আবেদন করতে পারবেন৷

এছাড়া রয়েছে ই ফারমাসি- এই বিভাগ থেকে ওষুধ অর্ডার করতে পারবেন গ্রাহকরা৷

গুরুত্বপূর্ণ লিঙ্ক-

https://www.mygov.in/aarogya-setu-app/

https://www.aarogyasetumitr.in/

বর্ষা চ্যাটার্জি

English Summary: Aarogya Setu App will provide you these facilities
Published on: 18 May 2020, 04:35 IST