রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 19 July, 2020 9:52 AM IST

সমস্ত ধরনের মাকড়ের সকল দশার উপর কার্য্যকরী ও ‘সবুজ ত্রিকোনযুক্ত’ দুর্দান্ত মাকড় নাশক হল ‘মেডেন’ যার কার্যকরী উপাদানটি হল হেক্সাথায়াজক্স ৫.৪৫% ই. সি.। এই মাকড়নাশক জাপানের নিপ্পন সোডা কোম্পানীর প্রযুক্তি প্রস্তুতি দীর্ঘমেয়াদী রূপে মাকড়ের জীবন চক্রের ডিম থেকে পূর্ণাঙ্গ প্রতি দশায় কার্য্যকর।

মাকড়ের লার্ভা ও নিম্ফের প্রথম আর দ্বিতীয় দশায় যখন এরা বেশী ক্ষতি করে তখন ‘মেডেন’ এদের উপর কাজ করে। আবার পূর্ণাঙ্গদের উপর কাজ করে এদের নির্জিব বানায় ও ডিম ফুটতে দেয়না।

মেডেনকে প্রতিরোধী স্প্রে হিসেবে ব্যাবহার করলে চমৎকারভাবে মাকড় নিয়ন্ত্রণ পাবেন দীর্ঘ সময় ফলে কৃষকের সাশ্রয় হবে অনেক বেশী। সুপারিশমাত্রা – প্রতি লিটার জলে ১ মিলি আর একরে ৫০০ লিটার জলে ৫০০ মিলি প্রয়োগ।

রুনা নাথ,

কৃষি জাগরণ।

English Summary: Acaricide ‘Maiden’ of Biostad
Published on: 14 July 2018, 12:31 IST