আজ গোয়ালিয়রে সাত পাকে বাঁধা পড়তে চলেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের কন্যা। অনুষ্ঠানে যোগ দিতে পারেন বিজেপি প্রধান জেপি নাড্ডা সহ বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রী। অতিথিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই প্রশাসন নিয়েছে একাধিক ব্যবস্থা।
বিয়ের অনুষ্ঠান হতে চলেছে গোয়ালিয়রের বানিজ্য মেলার মাঠে। বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তাবড় তাবড় সেলিব্রিটি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন বিবাহ অনুষ্ঠানে। যেহেতু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেশ কিছু হেভিওয়েট ব্যেক্তিত্ব তাই ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা নিয়ে হয়েছে একাধিক বৈঠক।
আরও পড়ুনঃ বৃক্ষভিত্তিক চাষের ওপর জোর দিয়ে বিশেষ উদ্যোগ সদগুরুর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যপাল মাঙ্গু ভাই প্যাটেল সহ আরও কিছু হেভিওয়েট নেতা আজ চাঁদের হাট বসাবেন এই অনুষ্ঠানে। নিরাপত্তার কথা মাথায় রেখে আজ মোতায়েন করা হয়েছে ২০০০ পুলিশ।
আরও পড়ুনঃ কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের পরিচিতি
এবিপি নিউজের সংবাদ অনুযায়ী মাঠে কাজ করছেন ৫০ জন কর্মকর্তা। সমস্ত কর্মকর্তার ছুটিও বাতিল করা হয়েছে। গোয়ালিয়রের আশেপাশের ভিআইপি গেস্টহাউস গুলি বুক করা হয়েছে। রান্নার দায়িত্বে রয়েছে আগ্রা-দিল্লি এবং গোয়ালিয়রের ক্যাটারার। সব মিলিয়ে এক গ্রান্ড অনুষ্ঠানের আয়োজন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।