রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 6 July, 2018 6:00 AM IST

 

ফসল উৎপাদনের আনুমানিক পরিসংখ্যান প্রদান করতে তথ্য প্রযুক্তি সংস্থা আই বি এমের সাথে গাঁটছড়া বাঁধল নীতি-আয়োগ কমিশন। পিছিয়ে পড়া জেলা গুলিতে কৃষকদের তাৎক্ষনিক উপদেশও প্রদান করবে এই প্রচেষ্টাটি।

কৃষকদের আয়ের পরিমাণ বাড়াতে সাহায্য করবে এই প্রকল্পটি। প্রকল্পটির লক্ষ্য হল প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা, জমির উর্বরতা, বাড়াতে কৃষকদের সাহায্য করা ও  চাষের প্রদেয় মূল্য কমানো। প্রকল্পটির প্রথম ভাগের লক্ষ্য হল; আসাম, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান ও উত্তরপ্রদেশের দশটি এগিয়ে আসা জেলা নিয়ে একটি মডেল তৈরী করা। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে জলবায়ু সম্পর্কীত চাষের প্রযুক্তি উদ্ভাবন, ফসল দেখভালের উন্নত পরিকাঠামো তৈরী, রোগ ও পোকা নিয়ন্ত্রণ প্রযুক্তি উদ্ভাবন এই প্রকল্পটির মূল লক্ষ্য।

- তন্ময় কর্মকার

English Summary: AI agri
Published on: 06 July 2018, 05:58 IST