রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 10 December, 2018 11:31 AM IST
Microsoft ডেভেলপ্‌ করছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কৃষিতে ব্যবহারের জন্য

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, সি. আই. আই. অ্যাগ্রোটেক ইন্ডিয়া ২০১৮, দন্ডীগড়ে বক্তব্য রাখার সময় বলেছেন কৃষি কাজ ও প্রযুক্তির মধ্যে সুগঠিত মেলবন্ধন আজকের দিনে জরুরী। বর্তমানে কৃষিক্ষেত্র ও পরিসেবা বিভাগে (Service Sector)  একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। জৈব প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, তথ্য বিজ্ঞান, রিমোট সেন্সিং ইমেজিং, স্বয়ংচালিত যানবাহন ও সর্বোপরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) ইত্যাদির পরিষেবা কৃষিকে আরো উন্নততর, দীর্ঘমেয়াদী ও সমৃদ্ধশালী করে তুলবে।

আমেরিকার মাইক্রোসফ্ট কোম্পানী বর্তমানে কৃষিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) কে নিয়ে আসতে ও সফলতার সাথে ব্যবহার করতে তৎপর হয়েছে। ইউনাইটেড ফসফরাস লিমিটেড (UPL) ভারতের সর্ববৃহৎ কৃষি রসায়ন পণ্য উৎপাদন কোম্পানীর যৌথ উদ্যোগে গাছের রোগ পোকা সনাক্ত করতে সক্ষম অ্যাপলিকেশন তৈরী করা হচ্ছে যা কৃষিতে মেশিনের সাহায্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোগ পোকার আক্রমণের সম্ভাবনাকে সনাক্ত করে আক্রমণ প্রতিহত করা শিখবে।

- রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: AI in agriculture
Published on: 05 December 2018, 04:37 IST