রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 2 February, 2019 3:47 PM IST

নিত্য নতুন প্রযুক্তির সুবিধা দেওয়ার লক্ষ্যে দেশের এল লক্ষ গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’-এ পরিণত করার সিদ্ধান্ত নিওয়া হল অন্তর্বর্তী বাজেটে। সেজন্য ন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধার কেন্দ্র গড়ছে মোদি সরকার। শুক্রবার ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় জানিয়েছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

তিনি বলেন ২০৩০ সালে দেশে ডিজিটাল পরিকাঠামো ও ডিজিটাল অর্থনীতি গড়ে উঠবে। স্টার্ট অ্যাপ তৈরির মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম সেই পদক্ষেপে নেতৃত্ব দেবে এবং তৈরি হবে কর্মসংস্থান। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গড়া হবে বলে জানিয়েছেন তিনি। এর জন্য খুব শীঘ্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল তৈরি করা হবে।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Aim to complete 1lakh digital village within 5 years
Published on: 02 February 2019, 03:47 IST