নির্বাচনের আগেই জাপানের প্রাক্তন প্রধান মন্ত্রী শিনজো আবের উপরে হামলা চালালো এক আঁততায়ী। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নারার একটি রাস্তায় নির্বাচনী প্রচারের ভাষণ দিচ্ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ঠিক তখনই একজন আঁততায়ী শিনজোকে লক্ষ্য করে গুলি করে। সাথেসাথে মাটিতে লুটিয়ে পরেন শিনজো আবে।
জাপানের সময় সকাল সাড়ে এগারোটায় (ভারতীয় সময়ে সকাল ৮টা ২৯ মিনিটে) ওই হামলা চালানো হয়। আততাতীয় একজন পুরুষ বলে জানা গিয়েছে। জাপানের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি গুলির শব্দও পেয়েছেন। গুলি চালানোর সঙ্গে বুকে হাত দিয়ে মঞ্চেই লুটিয়ে পড়তে দেখা যায় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে বড় দিদির মতো সম্মান করিঃ মিঠুন চক্রবর্তী
ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। প্রকাশ্যে এসেছে ধৃতের নাম-পরিচয়। তাঁর নাম টেটসুয়া ইয়ামাগামি। ওই ব্যক্তি নারা শহরেরই বাসিন্দা। তাঁর থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক।
গ্রে রঙের টি শার্ট পরিহিত ওই আততায়ী নিরাপত্তার কড়া ঘেরাটোপ টপকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর (Japan Former Prime Minister) জনসভায় ঢুকে পড়ে। অতর্কিতে গুলি চালানো হয় আবের উপর। কী করে নিরাপত্তাকে ফাঁকি দিয়ে সে জনসভায় বন্দুক নিয়ে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুনঃ মমতার নিরাপত্তায় গাফিলতি !বাড়ানো হল মু্খ্যমন্ত্রীর নিরাপত্তা, কী কী ব্যবস্থা থাকছে?
শিনজো আবের উপরে হামলার এই ঘটনা সকলকেই আতঙ্কিত করেছে। কারণ জাপানে রাজনৈতিক হামলার খবর খুব একটা পাওয়া যায় না। তারপরে জাপানের আগ্নেয়াস্ত্র আইন অর্থাৎ গান কন্ট্রোল ল অত্যন্ত কড়া। জাপানে লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র রাখার প্রক্রিয়াও দীর্ঘ। চট করে কাউকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়া হয় না। যার ফলে জাপানে আগ্নেয়াস্ত্রে মৃতের সংখ্যা বছরে দুই সংখ্যাও পার করতে পারে না।
আরও পড়ুনঃ ছেলে ও মেয়েকে নিয়ে পদ্মার মাঝে নিজস্বীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শিনজো আবে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন।