Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 30 March, 2019 9:37 AM IST

ন্যাশানাল ফার্টিলাইজার লিমিটেড (এন এফ এল)  তাদের বিভিন্ন শাখা অফিস ও বিবিধ ইউনিটের জন্য বিপণন প্রতিনিধি শূন্য পদের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করতে চলেছে। এই সংগঠন থেকে ৪০ টি শূন্য পদের কথা ঘোষণা করা হচ্ছে। যে সমস্ত কর্মপ্রার্থীরা আবেদন করতে চান তাঁরা এন এফ এলের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন পত্র ভর্তি করে কোম্পানির কাছে আবেদন জানাতে পারেন তবে তা ১৮/৪/২০১৯ এর আগে হতে হবে। এন এফ এল-এর অফিসিয়াল ওয়েবসাইট www.nationalfertilizers.com এ সার্চ করলে আবেদনকারীরা তাঁদের জিজ্ঞাস্য সমস্ত প্রশ্নের উত্তর পেতে পারেন এবং এই ওয়েবসাইটেই তাঁরা তাঁদের ফর্ম ভর্তি করতে পারেন।

মনে রাখবেন অনলাইনে ফর্ম ভর্তি করার শেষ দিন ১৮ই এপ্রিল, ২০১৯।

এন এফ এল বিপণন প্রতিনিধি নিয়োগ, ২০১৯, যোগ্যতাসূচীঃ

১) শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই কৃষিতে বি.এস সি ডিগ্রী থাকতে হবে এবং তা যেকোনো ভালো প্রতিষ্ঠান থেকে করতে হবে।

২) ২৮/২/২০১৯ পর্যন্ত আবেদনকারীর বয়ঃসীমাঃ আবেদনকারীকে অবশ্যই ১৮ বৎসরের অধিক বয়সি হতে হবে এবং সর্বাধিক বয়স ৩০ বৎসর হতে হবে।

নির্বাচনের পদ্ধতিঃ

বিপণন প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি হবে কম্পিউটার নির্ভর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী যা আবেদনকারীকে অনলাইনে উত্তর দিতে হবে।

আবেদনের মাধ্যমঃ

আবেদনকারীকে অনলাইনেই আবেদন করতে হবে এবং কোনোরকম অফ লাইন আবেদন গ্রাহ্য করা হবে না। সাধারণ ও ওবিসি আবেদনকারীদের জন্য ২০০ টাকা এবং এসসি/ এসটি/ পি ডব্লু বি ডি/ ই এক্স এস এম দের জন্য কোনো চার্জ লাগবে না।

কীভাবে টাকা জমা দেবেন

অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা জমা দেওয়া যেতে পারে।

কীভাবে আবেদনকারীরা ফর্ম ভর্তি করতে পারবেন

ধাপ ১) এন এফ এল-এর অফিসিয়াল ওয়েবসাইট এ যাবেন – www.nationalfertilizers.com

ধাপ ২) তারপর বাছাই করুন কেরিয়ার এবং তারপর ক্লিক করুন Recruitment in NFL

ধাপ ৩) সঠিক নোটিফিকেশন দেখুন“Recruitment of Marketing Representative 2019” এবং এটিকে খুলুন।

ধাপ ৪) সঠিকভাবে নোটিফিকেশন দেখুন এবং যাচাই করুন Eligibility for NFL Jobs 2019-এ গিয়ে।

ধাপ ৫) যদি আপনার শিক্ষাগত যোগ্যতা তেমন থাকে তাহলে আবেদনপত্রে সঠিক প্রমাণপত্রের মাধ্যমে গিয়ে ফর্ম ভর্তি করুন।

ধাপ ৬) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র আপলোড করুন।

ধাপ ৭) আপনার ভর্তি করা আবেদন পত্র জমা দিন অবশ্যই অনলাইনে।

সরাসরি লিঙ্ক দিয়ে দেওয়া হলোঃ

http://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=article&id=474%3Arecruitment-of-marketing-representative-2019&catid=52%3Acareer&lang=en 

- প্রদীপ পাল (pradip@krishijagran.com)

English Summary: Apply for marketing representative in nfl
Published on: 30 March 2019, 09:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)