কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের লোণ দেওয়ার সুবিধার্থে প্রচলন করা হয়েছে। এই ক্রেডিট কার্ডটি সম্পর্কে সকলে জানলেও সঠিক তথ্যের অভাবে এখনও অনেকেই এই কার্ডটির জন্য আবেদন করেননি। কিন্তু এই লকডাউনের পরিস্থিতিতে এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের আর্থিক দিক থেকে সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য শেয়ার করে আরবিআই জানিয়েছে যে, কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহার করে এমন কৃষকরা পরিবারের প্রয়োজন মেটাতে কার্ডটি ব্যবহার করতে পারেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিষাণ ক্রেডিট কার্ডে নেওয়া লোণের ১০% ঘরোয়া ব্যয়ের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে।
শুধু বর্তমান পরিস্থিতিতেই নয়, এই কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের অন্য সময়েও বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে।
কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা –
- ফসল চাষের সময় স্বল্প মেয়াদে লোণ পাওয়া যায়।
- ফসল সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থাপনার খরচও উপলব্ধ হয় এই কার্ডের মাধ্যমে।
- কৃষি যন্ত্র-বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের জন্য সহজেই লোণ পাবেন এর সহায়তায়।
- গো-পালন, মৎস্য পালন, ছাগল পালন, হাঁস ও মুরগী পালন এবং উক্ত জিনিস ক্রয়- সকল ক্ষেত্রেই মেয়াদি লোণ দেওয়া হয় এই কার্ডের সাহায্যে।
- সময় মতো লোণ পরিশোধ করলে কোন কোন ব্যাঙ্ক এককালীন ছাড়ও দিয়ে থাকে।
কারা আবেদনের যোগ্য –
- যে সকল চাষীর নিজস্ব জমি রয়েছে, তাদের জমির নথি দাখিল করতে হবে, তারা আবেদন করতে পারেন।
- সরকারী তথ্য অনুযায়ী, ভাগ চাষীরা এবং অন্যান্য চাষী যারা জমি লিজ-এ নিয়ে চাষ করেন, তারাও এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে ব্যাঙ্ক অনুযায়ী উল্লিখিত নথি দাখিল করতে হবে।
এই বিষয়ে যারা সাহায্য করবেন কৃষককে –
সরকার থেকে কৃষকদের উন্নতির লক্ষ্যে, তাদের আর্থিকভাবে উন্নীত করতে এই কার্ডটি প্রচলন করা হয়েছে। তাই ঘোষণা করা হয়েছে যে, কৃষক যাতে এর সম্পূর্ণ সুবিধা পেতে পারেন, সে বিষয়ে যাবতীয় সহায়তার জন্যে জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাঙ্ক, বাণিজ্যিক ব্যাঙ্ক অথবা সমবায় ব্যাঙ্কের শাখায় যেতে পারেন।
কোন কারণে সহায়তা না পেলে ব্লক স্তরে সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করতে হবে।
কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন পত্র –
ব্যাঙ্ক অফ বরোদা-র আবেদন পত্রের জন্য নিম্নে প্রদত্ত লিঙ্ক-এ ক্লিক করুন -
http://matirkatha.net/wp-content/uploads/2016/07/KCC_Appl_Form_BOB-Bank.pdf
আইডিবিআই ব্যাঙ্কের আবেদন পত্রের জন্য নিম্নে প্রদত্ত লিঙ্ক-এ ক্লিক করুন –
http://matirkatha.net/wp-content/uploads/2016/07/KCC_Appl_Form_-IDBI-Bank.pdf
অ্যাক্সিস আবেদন পত্রের জন্য নিম্নে প্রদত্ত লিঙ্ক-এ ক্লিক করুন –
http://matirkatha.net/wp-content/uploads/2016/07/KCC-Application-Form_Axis-Bank.pdf
ব্লক অফিসে আবেদন জমা করার জন্য ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন –
http://matirkatha.net/wp-content/uploads/2016/07/Kcc-Form-Block-Office.pdf
উপরোক্ত লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করতে হবে। এরপর স্থানীয় ব্যাঙ্কের শাখায় প্রয়োজনীয় তথ্য সহ জমা করতে হবে, তাহলেই আপনি পেয়ে যাবেন কিষাণ ক্রেডিট কার্ড। কৃষকের সুবিধা অনুযায়ী, অন্য ব্যাঙ্ক থেকেও ফর্ম নিতে পারেন।
স্বপ্নম সেন