রঙ মেশানো সবজি বিষয়ে সতর্ক থাকুন- দ্বিতীয় পর্ব শচীন যতন: সাফল্যের গল্প, কঠোর পরিশ্রম এবং সঠিক পছন্দ সাফল্যের দিকে পরিচালিত করে মাহিন্দ্রা নোভো 605 ডিআই! বিমল কুমার: কম সময়, বেশি কাজ, কঠোর পরিশ্রম এবং সঠিক প্রযুক্তি মাহিন্দ্রা 275 ডিআই টিইউ পিপি দিয়ে ভাগ্য পরিবর্তন করেছে
Updated on: 24 July, 2020 12:04 PM IST

কৃষকদের প্রযুক্তি সহায়তা দেওয়ার বিশেষ প্রকল্পের কর্মীদের বেতন অনেকটাই বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। ভারতবর্ষের ৬৪০ টি জেলার প্রতিটি ব্লকে এই আতমা  বা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট প্রজেক্টটিতে কাজ চলছে। এই প্রকল্পে কাজ করছেন ব্লকস্তরে প্রযুক্তি নিবন্ধক ( বি. টি. এম. ) ও সহকারী প্রযুক্তি নিবন্ধকেরা (এ. টি. এম.) এবং গ্রাম পঞ্চায়েতে রয়েছেরন কৃষক বন্ধুরা। প্রযুক্তি নিবন্ধকেরা ও কৃষক বন্ধুরা গ্রামে গ্রামে গিয়ে চাষিদের বিজ্ঞানসম্মত উপায়ে কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ দেন ও প্রয়োজন মত তথ্য সহায়তা দিয়ে কৃষকদের সহায়তা করেন।  বেশ কয়েক বছর ধরে এদের বেতন বৃদ্ধি না হওয়ায় তারা  মূল্য বৃদ্ধির বাজারে সমস্যায় ছিলেন।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই কৃষক বন্ধুদের বেতন ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার, ব্লকস্তরে প্রযুক্তি নিবন্ধকদের ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার, এবং সহকারী প্রযুক্তি নিবন্ধকদের বেতন ১৫ হাজার থেকে ২৫ হাজার করেছে। দীর্ঘদিন পরে চুক্তিতে নিযুক্ত এই বিশাল সংখ্যক সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা হল। কেন্দ্রীয় সরকারের চুক্তিতে নিযুক্ত আতমা প্রকল্পে কর্মরত কৃষক বন্ধু ও প্রযু্ক্তি নিবন্ধকদের বেতন বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের তৃণমূল কর্মচারী নেতা শ্রী পার্থ চট্টোপাধ্যায়।

- রুনা নাথ

English Summary: ATMA project
Published on: 24 October 2018, 03:37 IST