রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 30 May, 2019 1:32 PM IST

পশ্চিমবঙ্গ গত অর্থবর্ষে (২০১৮-১৯) তার আগের অর্থবর্ষের (২০১৭-১৮) তুলনায় প্রায় ১০০ টন বেশি পরীক্ষিত বীজ পেয়েছে। এ রাজ্যে জাতীয় বীজ নিগমের বীজ বিক্রি হয়েছে প্রায় ১৩০০ টন। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা বেশি। উন্নত মানের বীজ ব্যবহারের ফলে কয়েকটি জেলায় হেক্টর পিছু পাট উৎপাদন ২০-২৩ কুইন্টাল থেকে বেড়ে ৩০-৩২ কুইন্টাল হয়েছে। উন্নত হয়েছে পাটের মান।

প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে প্রতি বছর প্রায় ৩,৫০০ টন পাট বীজের প্রয়োজন হয়। এর একটা বড় অংশ খোলা বাজার থেকে চাষীদের কিনতে হয়। বাজারে ভালো-মন্দ মেশানো নিম্ন মানের বীজ বিক্রি হয় বলে অভিযোগ ছিল পাট চাষীদের। চাহিদার তুলনায় উন্নত মানের বীজের যোগান কম। আর পরিবেশগত কারণে পশ্চিমবঙ্গে পাটের বীজ উৎপাদন করা যায় না। উন্নত মানের বীজ পেতে কেন্দ্রের জাতীয় বীজ নিগমের ওপর নির্ভর করতে হয় রাজ্যের চাষীদের।

 

English Summary: availability-of-certified-seed-increased-Jute-production
Published on: 30 May 2019, 01:31 IST