পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 14 June, 2018 1:26 AM IST

সেরিব্রালপালসিতে আক্রান্ত জিজা ঘোষ অনেক বাঁধা পেরিয়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন। জন্ম প্রতিবন্ধী জিজা ২০১৩ সালে বিয়ে করেন। মা হওয়ার স্বপ্নপুরন হল তার এত দিন বাদে। এর আগেই জিজা অনেক প্রতিবন্ধকতা পেরিয়েছেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ব্যাচেলর ও দিল্লী ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট জিজা এরপর সিন্ডিকেট ব্যাঙ্কের ল’-অফিসার বাপ্পাদিত্য নাগ কে বিয়ে করেন। ২০১৬ সালে তারা দত্তক নেওয়ার জন্য আবেদন করেন। কেওনঝড় এর সেল্ফ রিয়ালাইজেশন মিশন(SRM) থেকে তারা তাদের আদরের সোনাইকে দত্তক নেন। কেওনঝড়ের সংস্থাকে আশ্বস্ত করতে কিন্তু তাদের অনেক সময় লাগে যে তারা কোনও শিশুর দেখভালের দায়িত্ব নিতে পারেন। যদিও প্রথম দেখাতেই শিশুটিকে তাদের ভালোলেগে যায়।

- তন্ময় কর্মকার

English Summary: baby adopt
Published on: 14 June 2018, 01:25 IST