'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 20 November, 2018 4:20 PM IST

কলকাতায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ আগামী তিন বছরের মধ্যে চলে আসার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালেই কলকাতার বাড়ি বাড়ি পাইপে করে প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং গাড়ির জ্বালানি ভরার জন্য প্রায় ১৫০টি সি এন জি স্টেশন তৈরি হয়ে যাবে। কারণ, প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অর্ন্তগত জগদীশপুর-হলদিয়া-বোকারো-ধামরা পাইপলাইন আগামী বছরের এপ্রিলের মধ্যে দুর্গাপুর চলে আসবে। তারপর দুর্গাপুর থেকে একটি শাখা পাইপলাইনের মাধ্যমে কলকাতায় প্রাকৃতিক গ্যাস আসবে ২০২১-এর মধ্যে।

এটা খুবই খুশির খবর, কারণ পেট্রল ও ডিজেলের তুলনায় প্রাকৃতিক গ্যাস  ৬০ - ৪৫ শতাংশ সস্তা। কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল সোমবার ইঙ্গিত দিয়েছে, তারা শহরে গ্যাস বণ্টন করার লাইসেন্স পেতে এককভাবে অথবা আদানি গোষ্ঠী বা গেইল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে অংশ নেবে। কলকাতা সহ এই ভৌগোলিক এলাকার মধ্যে রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া।  গ্যাস সরবরাহ করার বরাত পেলে ইন্ডিয়ান অয়েল কলকাতায় নতুন সিএনজি স্টেশন  গড়ে তুলতে পারে এবং কোলকাতা শহরে তাদের ১৫০ টির মতো পেট্রল পাম্পেই গাড়িতে সিএনজি ভরার ব্যবস্থা তৈরি করতে পারে।

- রুনা নাথ

English Summary: Bangla news Natural gas supply to residencial area
Published on: 20 November 2018, 04:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)