রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 16 November, 2018 12:28 PM IST

১৫ই নভেম্বর, পুন্ডীবাড়ী,কোচবিহার।

ঊত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ষষ্ট তম সমাবর্তন অনুষ্ঠান সাফ্যলের সঙ্গে পালিত হল আজ। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর ও পশ্চিম বঙ্গ সরকারের রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠী অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই সি এ আর(দিল্লী) এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ডক্টর এন এস রাঠোড়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন প্রান্তের সন্মানীয় অগ্রগামী ব্যক্তিত্বরা যেমন পশ্চিমবঙ্গ  রাজ্য সরকারের কৃষি দফতরের ভারপ্রাপ্ত কৃষি মন্ত্রী ডক্টর আশিস বেনাজ্জী, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শ্রী রবীন্দ্র নাথ ঘোষ,বন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ, লাখউ এর কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্রের অধিকর্তা ডক্টর তাপস কুমার কুণ্ডু, কোচবিহার জেলা ম্যজিস্ট্যেট ও অনান্য প্রাক্তন উপাচাযরা।

আরও বিশদ্ জানতে চোখ রাখুন আমাদের পত্রিকায়।…

- অমরজ্যোতি রায় 

English Summary: Bangla news North bengal programme
Published on: 16 November 2018, 12:28 IST