মাটি ও পরিবেশের ক্ষতিসাধনকারী, লাল চিহ্নযুক্ত কিছু ভয়ঙ্কর কৃষি বিষের উপর নিষেধাজ্ঞা জারী করল কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। পরিবেশের ক্ষতিসাধনকারী এই কৃষি বিষগুলি কীটশত্রুর সাথে সাথে বন্ধু পোকাদেরও মেরে ফেলে এবং মাটির উর্বরতা কমিয়ে দেয়। এরফলে যে জমিতে এই কৃষি বিষ প্রয়োগ করা হয়েছে সেই জমির ও তার আসেপাশের সমস্ত জমিতেই উৎপাদন কমে যায় । বন্ধু পোকার অভাবে ফুলের পরাগসংযোগ অনেক মাত্রায় কমে যায় ও উৎপাদনে প্রভুত ক্ষতি হয়। নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি সরকারিভাবে কৃষি দপ্তরের প্রত্যেকটি ব্লকের সহ-কৃষি অধিকর্তারদের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে ১২ টি কৃষিবিষের ওপর নিষেধাজ্ঞাজারী করা হয়েছে। তাই প্রতিটি কৃষিবিষের দোকানেও এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এই সমস্ত কৃষিবিষ বিক্রির অভিযোগ উঠলে জুটতে পারে কঠোরতম শাস্তিও।
যে ১২ টি কৃষিবিষ নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হল –
- বেনোরিল
- কার্বারিল
- ডায়াজিনিন
- ফেনারিমল
- ফেনথিয়ন
- লিনিউরন
আরও পড়ুন কীটনাশক বিক্রির লাইসেন্সের আবেদন পত্রের সঙ্গে প্রদেয় নথিপত্রের তালিকা
- মিথক্সি ইথাইল মারকারি ক্লোরাইড
- মিথাইল প্যারাথিয়ন
- সোডিয়াম সায়ানাইড
- থেয়োমিটন
- ট্রাইডিমর্ফ
- ট্রাইফ্লুরালিন
আরো ৬টি হলুদ চিহ্ন যুক্ত কৃষিবিষ ২০২০ সালের ডিসেম্বর মাসের পর আর বিক্রি করা যাবে না। সেগুলি হল-
- এলাক্লোর
- ফোরেট
- ডাইক্লোরোভস
- ফসফোমিডন
- ট্রায়াজোফস ও
- ট্রাইক্লোরোফো
কেন্দ্র ও রাজ্য সরকার পরিবেশ সুস্থ্য রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্ত পরিচিত কৃষিবিষগুলির ব্যবহারের ক্ষতির দিকগুলির বিষয়ে কৃষকদের সচেতন করার জন্য কৃষিদপ্তর ব্লক স্তরে প্রশিক্ষণের আয়োজন করবে।
- রুনা নাথ