এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 19 February, 2022 11:28 AM IST
সুরের আকাশ থেকে খসে পড়ল উজ্জ্বল নক্ষত্র! বাপ্পি দার স্মৃতিচারণায় ঊষা উত্থুপ, উদিত নারায়ণ, কুমার শানু

সকাল শুরু আজ বিষাদের সুর দিয়ে। সুরের জগতে বিরাট এক শুন্যতা। প্রয়াত বাপ্পি লাহিড়ি। তাঁর সুরের জয়ধ্বনি শোনা যায় বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউডে। বাঙালি হয়েও সুরের জগতে গোটা বিশ্বে নিজের নামের স্থায়ী জায়গা করে নিয়েছিলেন এই মহান শিল্পী। অমর সঙ্গী থেকে ডিস্কো ড্যান্সার সুরকে এক অন্য পরিচিতি দিয়েছিলেন তিনি। শুধু সুরকার নন তিনি ছিলেন স্টাইল আইকন। সোনার গয়না পরার আলাদায় ঝোঁক ছিল তাঁর।

আজ এই কিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। বাপ্পি লাহিড়ির এই অকাল প্রয়াণে হতভম্ব ঊষা উত্থুপ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আজ কথা বলতে গিয়ে তাঁর গলায় শোনা যায় বিষাদের সুর। কাঁদতে কাঁদতে বলেন “আমার কথা বলার ভাষা নেই। মনটা আজ আমার ভেঙে গেছে। এত গান তো ওঁর জন্যেই করতে পেরেছি আমি।“

প্রয়াত বাপ্পি লাহিড়ির স্মৃতি চারনায় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ বলেন “গত সপ্তাহেই আমরা হারিয়েছি লতা মঙ্গেশকরকে। আজ খবর এল বাপ্পিদাও আর নেই। খুব দুঃখ পেয়েছি। বাপ্পিদা আমাদের ডিস্কো কিং। উনি এক সময় ৫-৬ টি স্টুডিয়োতে রেকর্ড করতেন। ওনার সৃষ্টি আমাদের মনে সদা বিরাজমান থাকবে।“

শোকস্তব্ধ কুমার শানু। তিনি বলেন “সন্ধ্যাদি কাল চলে গেলেন আর আজ বাপ্পি দা। কিছুতেই মেনে নিতে পারছিনা। বাপ্পা, বৌদি যেন শক্ত থাকে। পরিবারের প্রতি সমবেদনা।“

প্রয়াত বাপ্পি লাহিড়ির স্মৃতি চারনায় জিৎ গঙ্গোপাধ্যায় বলেন “ উনি চির সবুজ। ওনার সৃষ্টি সর্বদা উজ্জ্বল হয়ে থাকবে। মুম্বইয়ে থাকলেও মনে প্রাণে ছিলেন বাঙালি। বাংলা গানে তাঁর অবদান ভোলার মত নয়। মাছ খেতে খুব ভালবাসতেন। ওনার শিল্পী সত্ত্বা বেঁচে থাকবে আজীবন।“

 

English Summary: Bapi lahiri passed away Usha Uthup, Udit Narayan, Kumar Shanu in memory of Bappi Da
Published on: 16 February 2022, 05:34 IST