পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 25 July, 2020 10:44 AM IST

গ্রীষ্মের মরশুমে চাষের কাজে যাতে অসুবিধা সৃষ্টি না হয় তার জন্য বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি সহ রাজ্যের আরও কয়েকটি কৃষিপ্রধান জেলাতে ১৩ লক্ষ ৬৫ হাজার হেক্টর জমিতে জল দেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ সরকারের সেচদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এবং এতে করে প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে। এর মধ্যে ৮০ হাজার হেক্টর বর্ধমানে, বীরভূমে ৩৫ হাজার হেক্টর, ও জলপাইগুড়িতে ২৫ হাজার হেক্টর জমি সেচসেবিত হবে, কিছুদিন আগে জেলা সভাধিপতিরা সরকারের কাছে সেচের জলের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন পত্রের পর্যবেক্ষণ করে সরকারের তরফ থেকে অতিরিক্ত জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সেচমন্ত্রি শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন- গতবার পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবার কারণে তিলপাড়া ব্যারেজ ও ডিভিসি ব্যারেজ-এ পর্যাপ্ত পরিমাণ জল রয়েছে, তাই এবার ১৪ লক্ষ হেক্টর জমিকে সেচ সেবিত করা হচ্ছে। এর আগে কোনও বছর খারিফ মরশুমে এত বেশী জল ছাড়া হয় নি, বর্ধমানে DVC-এর জল ছাড়লে সেই জলে দামোদরের নিম্ন অববাহিকায় অবস্থিত হাওড়া ও হুগলী জেলাও সেচের কাজে উপকৃত হবে, ফলে সমগ্র রাজ্যে এবছর রেকর্ড ফসল উৎপাদিত হবে বলে সেচদপ্তর ও কৃষিদপ্তর এর ধারণা।

- প্রদীপ পাল

English Summary: Barrage DVC
Published on: 20 April 2018, 01:33 IST