রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 24 July, 2020 11:15 AM IST

বিভিন্ন রকমের সবজি, ফল ইত্যাদির পরাগ মিলনে মৌমাছির কার্যকরী ভূমিকা যেমন থাকে তেমনই  ফসলের গুণমান ও ফলন দুই বাড়ে। এই সমস্ত ফসলগুলি হল – সরসে, তিল, তিসি, নাইজার, কুসুম,সূর্যমুখি, অড়হর, মুগ,বরবটি, কুমড়ো, লাউ, শশা, উচ্ছে, ঝিঙে, পটল,  বেগুন, মুলো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, সজনে, পেঁয়াজ, তরমুজ ,তেতুল, কুল, আম, লিচু, পেয়ারা, কমলা, সবেদা, পাতিলেবু, মুসাম্বি, ডালিম, কাজুবাদাম, কফি, নিম, অর্জুন।

মৌ-পালনে জমির প্রয়োজন হয় না আর বেশি টাকার লগ্নিও করতে হয় না । এটি শিরীরিক পরিশ্রমের কাজ নয় তাই কৃষকের বাড়ির মহিলারাও এই কাজে অংশ নিতে পারেন। অবসর প্রাপ্ত ব্যক্তিও সময় কাটানোর জন্য এই কাজ করতে পারেন। মৌ-পালনের জন্য প্রয়োজন মৌমাছির বাক্স, মধু নিষ্কাষন যন্ত্র, ধোঁয়াদানি, মোম চাদর , মুখ ঢাকার ওড়না, দস্তানা, মৌমাছি ধরার থলে ও ছুরি ইত্যাদি। মৌ পালনের জন্য সরকারি সাহায্যও পাওয়া যেতে পারে।

মৌ –পালন বাণিজ্যিকভাবে সফল করতে হলে উপযোগী স্থান নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।  যেমন –

  1. উপরোক্ত ফসলগুলির ক্ষেতের ১ - ১.৫ কিমি দূরত্বের মধ্যে মৌমাছির বাক্সগুলি রাখতে হবে।
  2. মৌ মাছির বাক্সগুলি আলো বাতাস যুক্ত সমতল, জল জমে না এমন জায়গায় রাখতে হবে।
  3. কাছাকাছি পরিষ্কার জলের উৎস থাকা দরকার।
  4. বেশি যানবাহন চলাচল করে এমন বড় রাস্তা বা কোলাহলপূর্ণ জায়গা মৌ-পালনের অনুপযুক্ত।
  5. উই পোকা ও কালো পিপড়ে অধ্যুষিত জায়গাও মৌ-পালনের অনুপযুক্ত।
  6. নতুন বাগান (আম, লিচু, পেয়ারা) মৌ- পালনের জন্য বিশেষ উপযুক্ত।

রুনা নাথ ,

কৃষি জাগরণ।

English Summary: bee hive increase farm yield
Published on: 31 July 2018, 02:57 IST