সম্প্রতি স্টক মার্কেটে ক্রমশ বেড়ে চলেছে সার কোম্পানিগুলির শেয়ার। সপ্তাহান্তেই ন্যাশনাল ফার্টিলাইজার, চেম্বার ফার্টিলাইজার, দীপক ফার্টিলাইজার, মাদ্রাজ ফার্টিলাইজারের শেয়ার একধাক্কায় ৫ শতাংশ বেড়ে গিয়েছে। সিএনবিসি থেকে প্রাপ্ত সুত্র অনুযায়ী সরকার সাধারণ বাজেটের পরে কোম্পানিগুলির জন্য বেশ কিছু পরিমাণ কিস্তি ছেড়ে দিতে পারে। মূলত এই খবরে বড়সর স্বস্তিতে সার কোম্পানিগুলি।
সুত্রের খবর অনুযায়ী চলতি অর্থবর্ষে বড়সর ঘোষণা হতে পারে সার কোম্পানিগুলিকে নিয়ে। শোনা যাচ্ছে সার খাতের ভর্তুকির জন্য ছাড় ঘোষণা হতে পারে। সার কোম্পানিগুলিকে আস্বস্থ করে সরকার জানিয়েছে, তাঁদের একাধিক বিষয়ে লোকসানের দিকে বিশেষ নজর দেওয়া হবে। বেশি দামে সার আমদানি করে দাম একই রেখে বিক্রির যে ক্ষতি হয়েছে তা সম্পূর্ণভাবে পূরণ করবে সরকার। চলতি অর্থবছরে ২.৫ লক্ষ কোটি ভর্তুকি লাগতে পারে বলেই অনুমান। এবং এখনও পর্যন্ত ১.৯ লক্ষ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম আছে? এভাবে ঘরেই বসেই দেখে নিন
তবে এই মুহূর্তে একাধিক বিনিয়োগকারী চিন্তিত হয়ে পড়েছেন, বিনিয়োগকারীদের চিন্তার কারন হল ফার্টিলাইজার সেক্টর গুলিতে এখনই কি বিনিয়োগ করা উচিত? মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই পসঙ্গে প্রকাশ গবার বক্তব্য, এই মুহূর্তে সার স্টক বৃদ্ধির স্টক চার্টে এনএফএল এবং মাদ্রাজ ফার্টিলাইজার ভালো অবস্থা রয়েছে। তাই এখানে শেয়ারে টাকা বিনিয়োগ করা যেতেই পারে।
উল্লেখ্যঃ বিনিয়োগ করার আগে আপনার আর্থিক উপদেষ্টা ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিয়ে বিনিয়োগ করবেন। আপনার ব্যাক্তিগত বিনিয়োগে আমাদের ওয়েবসাইট বা সংস্থা কোনো ভাবেই দায়ি থাকবে না।