কৃষিজাগরণ ডেস্কঃ রাজ্য জুড়ে কৃষক আত্মহত্যা এবং আর্থিক বঞ্চনার প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে আজ পথে নামবে বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা।মিছিল শুরু হবে বেলা ১২ টা নাগাদ।রাজ্যে লাগাতার কৃষক আত্মহত্য, আলুর দাম না পাওয়া,ফড়েদের দাপট,সহ একাধিক বিষয় নিয়ে বার বার পথে নামতে দেখা গেছে কৃষকদের।এবার এই ইস্যুগুলোকে হাতিয়ার করে পথে নামতে চলেছে বিজেপি।
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত হিমঘর অন্যদিকে ঝোরো বৃষ্টি, দুইয়ের সাড়াশি চাপে বিপাকে কৃষকরা
চাষবাসের ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলা।তার অন্যতম কারন পর্যাপ্ত লাভে ফসল বিক্রি করতে না পারা।এবছর অনুকূল আবহাওয়া দেখে আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের আলু চাষিরা।কিন্তু চাষীদের অভিযোগ আলুর যা দাম মিলছে তাতে চাষের খরচ জোগাড় নিয়েই সংশয় তৈরি হয়েছে।যদিও রাজ্য সরকার কৃষকদের থেকে ৬টাকা কেজি দরে আলু কিনবে বলে জানিয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টির ফলে নিদ্রাহীন আলু চাষিরা! মাথায় হাত বাংলার কৃষকদের
সম্প্রতি পূর্ব বর্ধমানের কালনায় এক আলু চাষির ঝুলন্ত দেহ মেলার পরে তাঁর পরিবার দাবি করে, চাষে ক্ষতি আঁচ করে হতাশায় আত্মঘাতী হয়েছেন তিনি।এই ঘটনায় বিক্ষিপ্তভাবে জাতীয় সড়কে আলু ফেলে রেখে বিক্ষোভ দেখান কিছু চাষি।কিন্তু প্রশ্ন ওঠে অল্প কিছু প্রভাবশালী যাতে বাজারকে নিয়ন্ত্রণ না করতে পারে, সে ব্যাপারে সরকার যথেষ্ট উদ্যোগী হয়নি, বা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এই সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ওঠে সরকারি সহায়তার রূপটি নিয়েও।এবার সেই ইস্যুকে হাতিয়ার করে পথে নামতে চলেছে বিজেপি।