পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 2 February, 2019 4:42 PM IST

দুগ্ধজাত শিল্পের ক্ষেত্রে ২০১৯ -২০২০র অন্তর্বর্তী বাজেটে যে প্রস্তাব করা হয়েছে, তাকে  সবাই স্বাগত জানাচ্ছে। কারন এই পদক্ষেপের ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে। কৃষক ক্রেডিট কার্ড (কেসিসি) প্রকল্পের মাধ্যমে ঋণ গ্রহণকারী পশুপালন ও মৎস্যচাষে জড়িত কৃষকদের জন্য ২% সুদের হার কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পিয়ুষ গোয়েল। অধিকন্তু, ঋণের সময়মত পরিশোধের ক্ষেত্রে ঋণদাতারা ৩% হারে ছাড় পাবে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের (আমুল)এর ব্যবস্থাপনা পরিচালক আর এস সোধী বলেন, "জাতীয় গোকুল মিশন থেকে ৭৫০ কোটি টাকা বর্ধিত রাশি পেলে দেশে দুধ উৎপাদন ও দুগ্ধজাত শিল্প আরো উন্নতি করবে"।

তিনি আরো বলেন যে বর্তমানে দুধ উৎপাদন ১৭৬ মিলিয়ন টন, তিনি আশা করেন ২০১৯-২০২০ সালে দুধ উৎপাদন ৬.৫% হারে বাড়বে। কিশান ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে গৃহীত ঋণের প্রস্তাবিত ২% হারে সুদের ছাড়ের জন্য কৃষক বিশেষত নারীরা যারা  দুগ্ধজাত শিল্প ও মৎস্যশিল্পের সাথে জড়িত আছে তারা উপকৃত হবে। তবে কিছু লোকের মতে, কৃষি ক্ষেত্রে যেমন আয়করে ছাড় দেওয়া হয়েছে সেইরকম ছাড় দুগ্ধজাত শিল্পে দিলে কৃষকরা উপকৃত হতো।

- দেবাশীষ চক্রবর্তী

English Summary: budget 2019-milk production increasing
Published on: 02 February 2019, 04:42 IST