'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 28 June, 2018 7:24 AM IST

কাজু চাষে উৎসাহ দেওয়া সহ চাষিদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে রাজ্যের কৃষিদপ্তর, উদ্যানপালন দপ্তর এবং সেচ দপ্তরের সহযোগিতায় দীঘার রাষ্ট্রীয় কাজু উদ্যানে কাজুর চারা এবং কাটিং কলমের চারা তৈরির জন্য ২৮০ জন মহিলা চাষিকে চারদিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। ওই উদ্যানের কৃষি প্রযুক্তি সহায়ক দেবেশ প্রামাণিক বলেন, কাজু চাষে খরচ কম হয় এবং একটু যত্ন করে কাজুর চাষ করলে ভালো লাভ পাওয়া যায়। প্রচলিত চাষের পাশাপাশি কাজু চাষে উৎসাহ দেওয়ার জন্য রাজ্য সরকারের স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে পূর্ব মেদিনীপুর জেলার ১ নম্বর রামনগর ব্লকের ২৮০ জন চাষি পরিবারের মহিলা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া দীঘার কাজুর রাষ্ট্রীয় উদ্যানে সারাবছরই চাষিদের কাজু চাষের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়। যদি কোনও চাষি নতুন করে কাজুর চাষ করতে চান, তা হলে তাঁরা এই উদ্যানে যোগাযোগ করলে তাঁদের সম্পূর্ণ বিনা খরচে সহযোগিতা করা হবে। কাজুর ভালো বীজ ও চারা পাওয়ার জন্য এই উদ্যানে যোগাযোগ করলে ভালো বীজ ১০ টাকা দামে এবং কাটিং কলমের চারা ৩০ টাকা দামে কিনতে পারবেন। 

- সুস্মিতা কুণ্ডু

English Summary: cashew
Published on: 28 June 2018, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)