পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 12 November, 2018 12:56 PM IST

নিউটাউনের বিশ্ব-বাংলা কনভেনশন সেন্টারে রবিবার 4 নভেম্বর 2018 তে 'কেন্দ্রীয় নারকেল উন্নয়ন পর্ষদের' উদ্যোগে অনুষ্ঠিত হল নারকেল চাষ ও উৎকর্ষতা বিষয়ে রাজ্যস্তরীয় আলোচনা-চক্র। এই সেমিনারে দক্ষিণ বঙ্গের জেলা গুলি থেকে 1550 জন নারকেল চাষি ও চাষের সঙ্গে যুক্ত কৃষিজীবিরা উপস্থিত হয়েছিলেন। 'কেন্দ্রীয় নারকেল উন্নয়ন পর্ষদের' সর্বভারতীয় চেয়ারম্যান আই. এ. এস. ড. রাজু নারায়ন স্বামী প্রধান অতিথি রূপে আর রাজ্যের কৃষি অধিকর্তা শ্রী সম্পদ রঞ্জন পাত্র, বিধান চন্দ্র কৃষি- বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপক ঘোষ, রাজ্য ও জেলার উদ্যান-পালন দপ্তরের আর কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিকরা অভ্যাগত রূপে উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজ্যের নারকেল উন্নয়ন পর্ষদের সুযোগ্য উপ-অধিকর্তা শ্রী খোকন দেবনাথ। প্রাথমিক আলোচনাচক্রে সর্বভারতীয় চেয়ারম্যান ড. রাজু নারায়ন স্বামী নারকেলের নানাবিধ ব্যবহার ও সম্ভাবনার কথা বলেন। রাজ্যের কৃষি-অধিকর্তা শ্রী সম্পদ রঞ্জন পাত্র নারকেল চাষের সঙ্গে চাষবাসের সামগ্রিক উন্নয়নের দিকটি তুলে ধরেন। 

পরবর্তী প্রযুক্তিবিষয়ক আলোচনায় ড. দীপক ঘোষ তার নারকেল ও মশলা প্রকল্পের অভিজ্ঞতালব্ধ সুগভীর আলোচনায় লাভজনক নারকেল চাষ ও তার সঙ্গে সাথী ফসলের দিকটিও তুলে ধরেন। সবশেষে শ্রী দেবনাথ ধন্যবাদ-জ্ঞাপক ভাষণে নদীয়ার ফুলিয়ায় নারকেল নার্শারীর কাজ শুরু হবার সঙ্গে রাজ্যে নারকেলের নানা প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরেন। আগামীদিনের দিকনির্দেশ সহ নারকেল চাষের অগ্রগতির আলোচনায়  সেমিনার শেষ হয়।

- রুনা নাথ

English Summary: Central coconut development
Published on: 05 November 2018, 12:13 IST