Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 23 July, 2019 11:47 AM IST

ইসরোর (ISRO) সাফল্য, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-২। গতকাল দুপুর ২.৪৩-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি মার্ক-৩ রকেটে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হল চন্দ্রযান-২। ৪৭ দিন উপবৃত্তাকার পথে চাঁদের চারপাশে ঘুরবে এটি। ধীরে ধীরে অভিকর্ষীয় টানে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান-২। এরপর চাঁদের বুকে পদার্পণ করবে বিক্রম আর প্রজ্ঞান। টানা ১৪ দিন তারা চাঁদের মাটিতে সন্ধান করবে চাঁদের রহস্য। এটি প্রথম চন্দ্র অভিযান, যাতে স্বয়ংক্রিয় যান চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যে অংশ আমাদের দৃষ্টির আড়ালে থাকে এবার তার সম্বন্ধেও জানা যাবে। এর আগে সব ল্যান্ডিং-ই চাঁদের বিষুবরেখা অঞ্চলে হয়েছিল। এটি প্রথম ভারতীয় চন্দ্র অভিযান, যার প্রধান চারটি অংশ- উৎক্ষেপণ যান, উপগ্রহ, ল্যান্ডার ও রোভার সমস্ত দেশীয় প্রযুক্তিতে তৈরি। কোন বৈদেশিক সাহায্য ছাড়াই এটি চাঁদের সমস্ত তথ্য খতিয়ে দেখবে এবং জিও ম্যাপিং করবে। এর আগে চন্দ্রযান-১ চাঁদের মাটির উত্তর মেরুতে জলের সন্ধান পেয়েছিল।

ভারত চতুর্থ দেশ হতে চলেছে, যাদের স্যাটেলাইট চাঁদে সফট ল্যান্ডিং করল। ইসরোর এই অভিযান সফল হলে মহাবিশ্বের সৃষ্টির হদিশ পাওয়া যাবে বলে অনুমান বিজ্ঞানীদের। চন্দ্রযান-২ –এর অভিযান সফল হলে জানা যাবে, কেমন ছিল আগে মহাকাশের গঠন, চাঁদের জন্ম বৃত্তান্ত ইত্যাদি সম্বন্ধে। বিজ্ঞানী সঞ্জীব সেন বলেছেন, ‘চাঁদের দক্ষিণ মেরুতে অনেক গহ্বর আছে, সেখানে সফট ল্যান্ডিং করানো একটি চ্যালেঞ্জ’। পৃথিবীর খনিজ সম্পদ দিন দিন শেষ হয়ে আসছে, যা পৃথিবীর পক্ষে অত্যন্ত সঙ্কটজনক। পৃথিবীর এই সংকটের দিশা খুঁজতেই চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-২। প্রজ্ঞান একটি রোভার যান, যা চাঁদের বুকে প্রায় আধ কিলোমিটার ব্যাসার্ধে ঘুরবে। এটি চাঁদের মাটি, ধুলো, বাষ্প, মাটির উষ্ণতা, খনিজ পদার্থ এবং তার আশেপাশের অণু, পরমাণু সংগ্রহ করবে। এই তথ্য সে পাঠাবে অবতারণকারী যান বিক্রমের কাছে আর বিক্রম সেই তথ্য পৃথিবীতে বিজ্ঞানীদের কাছে পাঠাবে। বিক্রম প্রায় ১৪০০ কেজি ওজনের একটি ল্যান্ডার। মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাই-এর নামে এই যানের নামকরণ করা হয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম এর অধিকর্তা, দেবীপ্রসাদ দুয়ারি বলছেন, চাঁদের তাপমাত্রা কি করে পরিবর্তন হয়, ‘চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে কোন গহ্বরের তলদেশে জলীয় বরফের আচ্ছাদন আছে কি না, তা খতিয়ে দেখবে চন্দ্রযান-২’। এর সাফল্য ভারতকে এক অনন্য সাধারণ জায়গায় নিয়ে যাবে।

English Summary: Chandrayaan-2
Published on: 23 July 2019, 11:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)