রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 13 October, 2019 8:44 PM IST

কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কর্মের জন্য ২০১২ 'সর্দার বল্লভভাই প্যাটেল পুরষ্কার' এ কৃষি জাগরণের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক এম.সি ডোমিনিকের সম্মানিত করা হয়েছে। এই পুরষ্কার তাঁকে দিয়েছেন গুজরাট রাজ্যের রাজ্যপাল আচার্য দেবব্রত। উল্লেখ্য যে, এই পুরষ্কারের জন্য রাষ্ট্রীয় কৃষি পত্রকার সংঘ দ্বারা সম্পাদক এম.সি. ডোমিনিক কে নির্বাচিত করা হয়। তাঁকে এই পুরষ্কার ৭ ই সেপ্টেম্বর, (২০১৯) সন্ধ্যা ৬ ঘটিকায় গুজরাটের গান্ধীনগরস্থিত মহাত্মা মন্দিরে আয়োজিত অনুষ্ঠান চতুর্থ রাষ্ট্রীয় কৃষি পত্রকার সম্মেলনে প্রদান করা হয়। এই সম্মেলনে কোম্পানির নির্দেশিকা শাইনি ডোমিনিক এবং বিপণন পরিচালক রবীন্দ্র কুমার টেওটিয়া-ও বিদ্যমান ছিলেন।

কৃষিক্ষেত্রে দক্ষতা এবং উল্লেখযোগ্য কার্যগুলির জন্য কৃষি জাগরণের শীর্ষ সম্পাদক এম.সি.ডোমিনিক-কে পুরষ্কারের পাশাপাশি গুজরাট রাজ্যের রাজ্যপাল আচার্য দেবব্রত শুভেচ্ছা জানিয়ে তাকে প্রদান করেছেন একটি উত্তরীয়, শ্রীফল, সম্মানচিহ্ন এবং সম্মানপত্র।

পুরস্কার সম্পর্কে কিছু তথ্য -

উল্লেখ্য যে, অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল অ্যাগ্রিকালচার পত্রকার (আনাজ ইন্ডিয়া) চতুর্থ জাতীয় কৃষি বিষয়ক সম্মেলন জাতীয় ও রাজ্য স্তরের কৃষিক্ষেত্রের পুরষ্কারের আয়োজন করেছিলেন। দেশের বিভিন্ন রাজ্যগুলিতে কৃষিক্ষেত্রের ওপর বিশেষ উল্লেখযোগ্য কর্মের জন্য উত্সর্গীকৃত পাঁচ জন ব্যক্তিকে 'সর্দার বল্লভভাই প্যাটেল পুরষ্কার' (২০১৯) প্রদান করা হয়েছে।

মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ রাজ্যগুলি থেকে কৃষিক্ষেত্রের পরিষেবাবাদী বিশেষ কার্যাদির জন্যে কৃষি অনুসন্ধানকারী, কৃষিক্ষেত্রে প্রযুক্তি ও পথচালক, কৃষিক্ষেত্র এবং কৃষি কর্মকর্তা ও কৃষি লেখকদের রাজ্য স্তরের কৃষি গৌরব এবং কৃষি সেবা পুরষ্কারে সম্মানিত করা হয়েছে।

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: Chief-Secretary -of -Krishi Jagran- M.C.Dominic- achieved- the -'Sardar Vallabhbhai Patel Award'
Published on: 13 October 2019, 08:44 IST