নতুন বছরের সূচনা। কিন্তু বিশ্ববাসীর কপাল থেকে এখনও নজর কাটেনি করোনার। কিছু মাস শান্ত থাকার পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। তাহলে এটিই কি করোনার তৃতীয় ঢেউ। করোনার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে ওমিক্রণ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে এই ভাইরাস। তবে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে সবসময় প্রস্তুত দেশ। তাই নতুন বছর করোনার বিরুদ্ধে লড়াই এর দ্বিতীয় পর্যায় হচ্ছে শুরু।
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন ৩রা জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মিলবে টিকা। পাশাপাশি ৬০ এর ওপরের সকলে পাবে বুস্টার ডোজ। তাই আজ থেকেই শুরু হচ্ছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। কো-উইন অ্যাপে আজ থেকেই রেজিস্ট্রেশন পর্ব শুরু হচ্ছে। ভ্যাকসিন পেতে হলে এই অ্যাপে কিশোর কিশোরীদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এখানে নাম নথিভুক্ত করতে হলে লাগবে আধার কার্ড। আর যদি কোনও পড়ুয়ার আধার কার্ড না থাকে সেক্ষেত্রে স্টুডেন্ট আইডেনটিটি কার্ড দিয়েও রেজিস্টার করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কি কি করতে হবে।
cowin.gov.in- এখানে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে হবে। তারপর মোবাইল নম্বরে আসা ওটিপি অথবা আরোগ্য সেতু অ্যাকাউন্ট বা উমং অ্যাকাউন্ট এই তিনটির যে কোনও একটি ব্যবহার করে সাইন ইন করতে হবে। তারপর পছন্দের তারিখ এবং সময় নির্বাচন করে টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলতে হবে। এরপর পছন্দের টিকাকেন্দ্রও পছন্দ করতে পারবেন।