এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 28 April, 2020 6:17 PM IST

বর্তমান পরিস্থিতির মোকাবিলায় জনসাধারণের পাশে দাঁড়াতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ করোনা ভাইরাসের মোকাবিলায় গত ২৪ মার্চ ২১ দিনের দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়৷ এরপর তা ফের ৩মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়৷ সঙ্গে কড়া নিয়ম৷ মারণ ভাইরাসের সঙ্গে লড়তে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর এসবের পাশাপাশি দেশে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য একাধিক উদ্যোগের কথা জানান, যার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী জন ধন যোজনা৷

এই জন ধন যোজনায় এতদিন অনেকেই সুবিধা পেয়েছেন৷ আর এবার এই তালিকায় ঢুকে পড়ল ছোটরাও৷ এই অ্যাকাউন্টের মাধ্যমে আরও দ্রুত মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া সম্ভবপর হবে বলে আশা করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার ভিত্তিতে এবার ১০ বছরের উর্দ্ধে বয়স, এমন সব নাবালক-নাবালিকারাই অ্যাকাউন্ট খুলতে পারবে৷ তবে নিয়ম অনুযায়ী অভিভাবকরাই সেই অ্যাকাউন্ট পরিচালনা করবেন৷

কীভাবে?

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন ধন যোজনা-এর ভিত্তিতে দরিদ্র ব্যক্তিরা শূণ্য ব্যালান্সে অ্যাকাউন্ট খোলার সুবিধা পেয়েছেন৷ এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্যাসের ভর্তুকি, বেধবা পেনশন, কিষাণ সম্মান নিধি প্রভৃতি যোজনার ভিত্তিতে আর্থিক সাহায্য পৌঁছে যায় তাদের কাছে৷ কোনও ব্যাঙ্কের শাখায় বা পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক আউটলেটে এই অ্যাকাউন্ট খোলা যায়৷ আর এবার এই অ্যাকাউন্ট খুলতে পারবে ১০ বছরের উর্দ্ধের ছোটরাও৷ তবে তার জন্য রয়েছে কিছু নিয়মাবলী৷

একটি পরিবারের একটি অ্যাকাউন্টে কেবলমাত্র ১০,০০০ টাকার ওভার ড্রাফট-এর সুবিধা পাওয়া যায়৷ সরকারি আধিকারিক দ্বারা অনুমোদিত সঠিক পরিচয়পত্র সহ ডকুমেন্ট থাকলে এই অ্যাকাউন্ট খোলা যাবে৷ নিয়ম অনুযায়ী, ছোটদের এই অ্যাকাউন্ট অভিভাবকেরাই পরিচালনা করবেন৷ এর পাশাপাশি রয়েছে এটিএম-এর সুবিধাও৷ এছাড়া ১৮ বছর বয়স হয়ে গেলে, একটি পরিচয়পত্র প্রমাণস্বরূপ জমা করলে ওই অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ছেলেটি বা মেয়েটির নামে হয়ে যাবে৷ তখন সে নিজেই তা পরিচালনা করতে পারবে৷

কী কী জমা করতে হবে?

প্রধানমন্ত্রী জন ধন যোজনায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু ডকুমেন্টস জমা করতে হবে৷ সেগুলি হল- নিজেদের বাসস্থানের প্রমাণপত্র জমা করতে হবে অভিভাবকদের৷ সেই সঙ্গে আধার, পাসপোর্ট বা রেশন কার্ডও প্রমাণ সহ দেখাতে হবে৷ প্রধানমন্ত্রী জন ধন যোজনার ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এর ওয়েবসাইট অথবা কোনও ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যেতে পারে৷ ব্যাঙ্কের বিভিন্ন শাখাতেও এর ফর্ম পাওয়া যায়৷

ওয়েবসাইটের লিঙ্ক- https://pmjdy.gov.in/

Name- Barsha Chatterjee

Mail Id- barshachatterjee.news@gmail.com

English Summary: Children above 10 Years also Allowed to Open Jan Dhan account in Pradhan Mantri Jan Dhan Yojana
Published on: 28 April 2020, 06:17 IST