রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 3 September, 2018 5:58 AM IST

দক্ষিণ এশিয়ার নারকেল উৎপাদক দেশ গুলির সংগঠন মিলে দোসরা সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব নারকেল দিবস বলে ঠিক করেছে। এইদিন কেন্দ্রীয় সরকারের নারকেল উন্নয়ন পর্ষদ এই ফসল প্রধান নানা রাজ্যে নারকেল সম্পর্কে কর্মশালা ও আলোচনাচক্রের আয়োজন করে। আমাদের বাংলাও নারকেল চাষের এলাকায় ও উৎপাদনে দেশের মধ্যে অন্যতম প্রধান আর এবারের বিশ্ব নারকেল দিবস উৎযাপন  হয়ে গেলো কোলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে নারকেল উন্নয়ন পর্ষদ ও শষ্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে ২রা সেপ্টেম্বর। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মা সারদা হলঘরে মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মিশনের সম্পাদক মহারাজ ও প্রধান আর বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন আতমা প্রকল্পের রাজ্য সমন্বায়ক ড. এ কে নন্দী, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রোফ.  তপন দাশগুপ্ত। অনুষ্ঠানের আয়োজক রাজ্যের নারকেল উন্নয়ন পর্ষদের উপ অধিকর্তা  শ্রী খোকন দেবনাথ, শষ্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রকল্প সমন্বায়ক ড. সাহু ছাড়াও এই আলোচনা সভায় উদ্যানপালন দপ্তরের আধিকারিকগন ও সামেটির অধিকর্তা ড. মানস ঘোষও ছিলেন। আর রাজ্যের নানা জেলা থেকে 100 জন নারকেল চাষি ও নারকেল চাষি সমিতি সক্রিয় ভাবে আলোচনায় ভাগ নেন। সমগ্র অনুষ্ঠান আগামীর দিকনির্দেশ  নিয়ে শেষ হয়।

- রুনা নাথ

English Summary: Coconot day
Published on: 03 September 2018, 05:57 IST