'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 29 December, 2022 5:21 PM IST
রাহুল গান্ধী।

কৃষিজাগরন ডেস্কঃ গতকালই ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে কংগ্রেস। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ বিষয়ে এখনও মুখ না খোলা হলেও ২৪ ঘণ্টার মধ্যেই অভিযোগের জবাব দিল সিআরপিএফ। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রাহুলই নিরাপত্তাবিধি ভেঙেছেন। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে তাদের দাবি, ২০২০ সাল থেকে মোট ১১৩ বার নিরাপত্তাবিধি ভেঙেছেন কংগ্রেস নেতা।

গতকালই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাহুলের জেড প্লাস নিরাপত্তা পাওয়ার কথা। কিন্তু ভারত জোড়ো যাত্রায় তাঁর নিরাপত্তা বিস্তর ত্রুটি থেকে গিয়েছে। এমনকী, দেখা গিয়েছে দিল্লিতে থাকাকালীন রাহুলের কাছেই চলে আসছিলেন সাধারণ মানুষরা। এই বিষয়টির উল্লেখ করে রাহুলের নিরাপত্তা শক্তিশালী করার আরজি জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ Subrata Saha: প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা

প্রসঙ্গত, গোটা গান্ধী পরিবারকেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে থাকে সিআরপিএফ। সিআরপিএফের দাবি, রাহুলের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল না। কিন্তু রাহুলই নিরাপত্তাবিধি ভেঙেছেন।

সাময়িক বিরতির পর ৩ জানুয়ারি থেকে আবার চালু হবে ‘ভারত জোড়ো যাত্রা’। এ বার এই পদযাত্রা যাবে পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের স্পর্শকাতর এলাকাগুলি দিয়ে। তাই ওয়েনাড়ের সাংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার আর্জি জানিয়েছিল কংগ্রেস।

আরও পড়ুনঃ ফের বিরল প্রজাতির বানর উদ্ধার মিজোরাম এবং অসমের সীমান্তে

অভিযোগের প্রেক্ষিতে সিআরপিএফের দাবি, তাদের দিক থেকে কর্তব্যে কোনও গাফিলতি ছিল না। তাদের আরও দাবি, ‘ভারত জোড়ো যাত্রা’ দিল্লিতে ঢোকার আগেই তারা দিল্লি পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল।

English Summary: Congress requests to strengthen Rahul's security
Published on: 29 December 2022, 05:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)