এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 July, 2021 2:30 PM IST
Corona update (image credit- Google)

করোনা তৃতীয় ঢেউ প্রায় আসন্ন | এমন অবস্থায় দেশে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা | দিন কয়েক আগেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ৪০ হাজারের বেশ নিচেই ছিল। কিন্তু, গতকাল তা একলাফে অনেকটা বাড়ে। আজও দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৪১ হাজারের উপরেই। উপরন্তু, পরপর দ্বিতীয় দিন বাড়ল করোনার অ্যাকটিভ কেস (Active case)। যা বেশ চিন্তায় ফেলছে স্বাস্থ্যমন্ত্রককে।

করোনা পরিসংখ্যান(Corona Data):

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৩৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম হলেও গত কয়েকদিনের তুলনায় বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,  মৃতের সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। গতকাল মহারাষ্ট্র সরকার পরিসংখ্যান সংশোধন করায় ১ দিনে প্রায় ৪ হাজার মানুষের মৃত্যুর খবর জানা যায়।

আরও পড়ুন -SSB Group “C” Recruitment: কেন্দ্রীয় বাহিনীতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন। অর্থাৎ অ্যাকটিভ কেস বেড়েছে কয়েক হাজার। এই নিয়ে দ্বিতীয় দিন অ্যাকটিভ কেস বড় আকারে বাড়ল। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজারের বেশি মানুষ।

পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ(WB corona graph):

১ দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন রাজ্যবাসী। পজিটিভিটি রেট ১.৬০%। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে দার্জিলিং, তৃতীয় স্থানে ফের কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর | একদিনে বাকি সব জেলা থেকেই কমবেশি নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২০,৪৬৮।

১ দিনে করোনায় মৃত্যু হয়েছে  রাজ্যের ৬ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে নদিয়া। ১ দিনে করোনার বলি সেখানকার ২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ০২৭ জন। ১ দিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৯৮১ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪,৯০,০৫০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.০০ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৪ হাজার ৪৩৩ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫২,৮৩,৭০৯ জনের।

আরও পড়ুন -WB Weather update: নিম্নচাপের দরুন রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

English Summary: Corona Update: The number of corona active cases has increased again in the country
Published on: 22 July 2021, 02:30 IST