এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 25 June, 2020 4:00 PM IST

রাজ্যে চলছে লকডাউন, এই পর্যায়ের লকডাউনে (Lockdown in West Bengal) কিছু নিয়ম শিথিল করা হলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ বহাল রাখা হয়েছে৷ করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ এর মধ্যে বহু মানুষ সুস্থ হলেও এই করোনাকে মূল থেকে উপড়ে ফেলতে এখনও লকডাউন জারি রয়েছে৷ তবে এক্ষেত্রে কিছু কিছু প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে৷

দেশব্যাপী বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম লাগু করা হয়েছে, আবার ছাড়ও দেওয়া হয়েছে অনেকক্ষেত্রে৷ তবে পশ্চিমবঙ্গ থেকে এখনই এই লকডাউন উঠিয়ে নেওয়ার কথা চিন্তাভাবনা করা হয়নি৷ বরঞ্চ গতকালই জানিয়েছে দেওয়া হয়েছে, এই লকডাউন আরও একমাস বাড়িয়ে (Lockdown Extended in WB) দেওয়া হয়েছে৷ যার মেয়াদ রয়েছে ৩১ জুলাই পর্যন্ত৷

বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই লকডাউন পিরিয়ডে বন্ধ থাকবে স্কুল, কলেজ৷ কিন্তু এখনও উচ্চ মাধ্যমিকের কয়েকটি পরীক্ষা বাকি, সেগুলির কী হবে তা এখনও জানা যায়নি৷ এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করবেন বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে৷ তবে এই লকডাউনের কার্যকালে ট্রেন, মেট্রো বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় (Corovirus) সতর্কতামূলক সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিয়ম যাতে ঠিকভাবে পালিত হয় সেদিকেও নজর রাখছে প্রশাসন৷ করোনা সংক্রমণে (Covid 19) লাগাম টানতে কড়া পদক্ষেপ নেওয়া হলেও দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির খবর উঠে আসছে৷ আনলক ১ পর্বে রাজ্যে বিভিন্ন নিয়ম শিথিল করে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়৷

তবে বারবারই সোশ্যাল ডিস্ট্যান্সিং (Social Distancing) এবং স্যানিটাইজেশনের কথাও বলা হয়৷ কিন্তু এতসবের পরেও সমস্যা কিছুক্ষেত্রে পরিলক্ষিত হওয়ায়, লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তেই এসেছে রাজ্য সরকার৷ এবং সেই মতো গতকাল নবান্ন বৈঠকের পর এই বিষয়ে জানানো হয়েছে রাজ্যবাসীকে৷ আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে এই লকডাউন অবস্থা চলবে৷

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের পক্ষ থেকে করোনা সংক্রমণের ধরণ অনুযায়ী আগেই দেশকে কয়েকটি ভাগে বা জোনে বিভক্ত করা হয়েছিল। রেড জোন, যেখানে সংক্রমণের সংখ্যা বেশি, কনটেনমেন্ট জোন অর্থাৎ রেড জোনের মধ্যে হাই রিস্ক এলাকা, অরেঞ্জ জোন যেখানে সংক্রমণ তুলনামূলকভাবে কম এবং গ্রিন জোন অর্থাৎ গত ২১ দিনে যেখানে নতুন করে সংক্রমণের কোনও খবর নেই। পরে ধীরে ধীরে অনেকক্ষেত্রেই নিয়ম শিথিল করা হয় লকডাউনে৷ বিভিন্ন রাজ্যের সিদ্ধান্তের ওপর তা ছাড়া হয়৷ আর এবার বাংলায় আরও একমাসের জন্য এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- দেশে ক্রমেই বাড়ছে করোনা (Covid -19- Lockdown again) আক্রান্তের সংখ্যা, সংক্রমণ রুখতে সরকারের সিদ্ধান্ত বদল

English Summary: Coronavirus lockdown is extended in west bengal
Published on: 25 June 2020, 04:00 IST