চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম।বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় (Ashok Ganguly)। ১৩০ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সুজিত নাথকে পিছনে ফেলে জয়ী হলেন অশোক গঙ্গোপাধ্যায়। তাঁর এই জয় নিঃসন্দেহে বামেদের কাছে একটা বড় সাফল্য।
বুধবার সকাল থেকেই উপনির্বাচনের গণনা শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে। সকাল সকাল চন্দননগরের (Chandannagar) ১৭ নম্বর ওয়ার্ডের গণনা শেষে দেখা গেল বাম প্রার্থীর মুখে চওড়া হাসি।চন্দননগরের এই ওয়ার্ডে ১৯৯০ সালের পর থেকে সিপিএম কখনও জেতেনি। ৩২ বছর পর এল জয়।
আরও পড়ুনঃ বড় খবরঃ ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ অম্বানী
২০১১ সালের বিধানসভা নির্বচনের পর থেকে একের পর এক রক্তক্ষরন হয়ে চলেছে বামেদের। প্রশঙ্গত,বাম ও তৃণমূলের আঁতাতকে প্রচারে হাতিয়ার করছে বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে এক মঞ্চে হাজির হওয়া থেকে শুরু করে বরখাস্ত শিক্ষকের তালিকায় সিপিএম নেতার নাম নিয়েও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মনে করছে বিজেপি। সেই মর্মে তারা প্রচারেও জোর দিতে চাইছে। রাজ্যে তৃণমূলের সঙ্গে এবার সিপিএম তথা বামেদের জুড়ে বিজেপি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালাচ্ছে। তারই মাঝে উপনির্বাচনের এই ফলা-ফল নিঃসন্দেহে হাঁসি ফোটাবে আলিমুদ্দিন স্ট্রিটে।
আরও পড়ুনঃ জামিয়ায় স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ভর্তি শুরু হয়েছে, বিস্তারিত জানুন