পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 5 December, 2018 4:45 PM IST

তুলো, ধান, আদা, শাক- সবজি, কলা, তুলো, মরশুমি ফুল ও অন্যান্য চাষে মাটির নিমাটোড দূর করতে ক্রপেক্সের জৈব উপাদানে প্রস্তুত ‘নিমেক্স’ অব্যার্থ উপাদান। এটি ২৫০ – ৩০০ মিলি প্রতি একর জমির মাটিতে মিশিয়ে দিতে হয়। এর ফলে মাটিতে বসবাসকারি নিমাটোড ও ক্ষতিকর ছত্রাকগুলি সমূলে বিনষ্ট হয়। এর ফলে গাছের বার-বৃদ্ধি ভালো হয় ও ফসল সুরক্ষিত থাকে।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Cropex nemax
Published on: 05 December 2018, 04:45 IST