লকডাউনে কৃষকদের কৃষিকাজে ছাড় থাকলেও কৃষিজ পণ্য বিক্রয়ের জন্য পরিবহণের ক্ষেত্রে যেমন সমস্যা দেখা দিয়েছে, তেমনই আবার কৃষির জন্য প্রয়োজনীয় দ্রব্যেও টান পড়ছে৷ এমতাবস্থায় আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে পণ্য পরিবহণে কৃষকদের জন্য সিএসআইআর লঞ্চ করল কিষাণ সভা অ্যাপ৷
উৎপাদিত শস্য বাজার পর্যন্ত পৌঁছনোর ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে সেন্ট্রাল রোড রিসার্চ ইন্সটিটিউট-এর এই অ্যাপ৷ ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ(আইসিএআর)-এর ডিরেক্টর জেনারেল এবং এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড এডুকেশন-এর সেক্রেটারি ডঃ ত্রিলোচন মহাপাত্র এই অ্যাপটি প্রচলন করেন৷ এই অ্যাপের প্রাথমিক উদ্দেশ্যই হল কৃষকদের উৎপাদিত শস্য-পণ্য পরিবহণে মুখ্য ভূমিকা পালন করা৷
বলা যেতে পারে, এই অ্যাপের উদ্দেশ্য হল সঠিক সময়ে কৃষকদের লজিস্টিকে সাহায্য করা৷ সেই সঙ্গে কৃষকদের যাতে লাভের পরিমাণ বাড়ে সেদিকেও সাহায্য করবে এই অ্যাপ৷ নিকটস্থ সবজি মান্ডির দামের সঙ্গে তুলনা করে কম খরচে বাজারে সেই কৃষিজ ফসল পৌঁছে কৃষকের লাভের দিকটিও দেখবে কিষাণ সভা অ্যাপ৷
এছাড়া সার, কীটনাশক ব্যবসায়ীদের জন্যও এই অ্যাপ কার্যকরী৷ কম সময়ে বেশি সংখ্যক কৃষকের কাছে পৌঁছতে পারবেন তারা৷ সেই সঙ্গে কোল্ড স্টোর বা গোডাউনের সঙ্গে যারা যুক্ত তাদেরও কাজে আসবে এই অ্যাপ৷ এছাড়া যারা কৃষকদের থেকে সরাসরি শস্য কিনতে চান তাদের জন্যও কিষাণ সভা অ্যাপ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম৷ কৃষক থেকে মান্ডির ডিলার, পরিবহণকারী, গ্রাহক, কোল্ড স্টোর বা গোডাউনের মালিক, মান্ডি বোর্ড মেম্বার, এমনই ৬টি দিক নিয়ে কাজ করছে এই অ্যাপ৷ এক কথায়, কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন খবর, সুযোগ সুবিধা এই অ্যাপে পাওয়া যাবে৷
লকডাউনে কোনঠাসা কৃষকেরা৷ এমতাবস্থায় এই কিষাণ সভা অ্যাপ কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে৷ তবে দেশব্যাপী এই লকডাউন পরিস্থিতিতে কৃষিমন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন অ্যাপ্লিকেশন প্রকাশ করা হয়েছিল৷ যে অ্যাপের সাহায্যেও ভারতীয় কৃষকদের পণ্য পরিবহণের কাজ অব্যাহত থাকবে৷ আর তা হল, ‘কিষাণ রথ’ অ্যাপ৷ এই মোবাইল অ্যাপ এর সাহায্যে পরিবহণের ক্ষেত্রে ৫ লক্ষ ট্রাক এবং ২০,০০০ ট্রাক্টরের পরিবহণ সংক্রান্ত সুযোগ পাওয়া যাবে অনলাইনে৷ কৃষিজ দ্রব্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে কৃষক এবং ব্যবসায়ীরা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি৷
এই মোবাইল অ্যাপের সাহায্যে বিভিন্ন ধরণের পরিবহণ সংক্রান্ত সুবিধা পাওয়া যাবে৷ প্রাথমিক ক্ষেত্রে কৃষক বা ব্যবসায়ীরা তাদের পণ্য স্থানীয় এলাকা থেকে আড়ত, মজুতঘরে পৌঁছে দিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷ এই অ্যাপের সাহায্যেই ফের এই সব স্থান থেকে কৃষিজ পণ্য ছড়িয়ে পড়বে অন্যত্র৷ রেফ্রিজেটরের সুবিধাও রয়েছে পণ্য পরিবহণের ক্ষেত্রে৷ আর এবার এই কিষাণ সভা অ্যাপও আশার আলো দেখাচ্ছে কৃষকবন্ধুদের৷
কিষাণ সভা অ্যাপ-
- এই অ্যাপের মাধ্যমে কৃষক, ট্রান্সপোর্টার, সেবা প্রদানকারী, মান্ডি ডিলার, গ্রাহক,, গোডাউন মালিকের মধ্যে সরাসরি যোগাযোগ সম্ভব৷
- কৃষিকাজে প্রয়োজনীয় উপাদান, কীটনাশক কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব এই অ্যাপের সহায়তায়৷
- কোল্ড স্টোর বা গোডাউন মালিকের সঙ্গে কৃষক সরাসরি যোগাযোগ করতে পারবেন৷
- কৃষকের থেকে যারা সরাসরি ফসল কিনতে চান তাদের জন্যও এই অ্যাপ কার্যকরি৷
- এই অ্যাপ বাজারে ফসলের মূল্যের তুলনা করে কৃষক যাতে লাভ করতে পারে সেদিকটি অবগত করে৷
অনলাইন আবেদনের জন্য লগ ইন করুন নিম্নে প্রদত্ত লিঙ্ক এ -
বর্ষা চ্যাটার্জি