পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 11 May, 2019 10:59 AM IST
বিটি বেগুন

সরকারী গবেষণাগারে রীতিমত প্রমানিত হয়ে গেছে যে হরিয়ানার ফতেহাবাদ জেলায় জেনেটিক্যালি মডিফায়েড(GM) বেগুন বা বিটি বেগুনের চাষ হচ্ছে যা ভারতে সম্পূর্ণরূপে অবৈধ। ভারতে শুধু মাত্র জেনেটিক্যালি মডিফায়েড(GM) তুলো বা বিটি কটনের চাষ বৈধ যেহেতু এটি খাদ্য সামগ্রি নয়। ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিকস রিসোর্সেস এর গবেষণাগার এই রিপোর্টটি প্রকাশ করেছে শুক্রবার ১০ মে শুক্রবার।

প্রায় অর্ধেক একর জায়গা জুড়ে চাষ হওয়া এই বেগুন গাছগুলি তুলে ফেলা হবে এবং কৃষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে সে এই সমস্ত বীজ বা চারাগুলি সংগ্রহ করেছে। সন্দেহ করা হচ্ছে যে এই বীজ বা চারাগুলি সম্ভবত বাংলাদেশথেকে চোরাপথে আমাদের দেশে এসেছে, কারণ সেখানে বিটি বেগুনের চাষ নিষিদ্ধ নয়। অনেক পরিবেশকর্মী মনে করছেন জেনেটিক্যালি মডিফায়েড(GM) বীজের চোরা কারবার এই দেশে জেনেটিক্যালি মডিফায়েড বীজের চাষবাসের নিষেধাজ্ঞা দূর করার জন্য করা হচ্ছে।

আমাদের দেশের পরিবেশবিদরা জেনেটিক্যালি মডিফায়েড(GM) চাষবাসের বিপক্ষে কারণ তাঁরা মনে করেন এই জেনেটিক্যালি মডিফায়েড(GM) চাষে উৎপন্ন সামগ্রী বিশেষ করে খাদ্য সামগ্রী মানুষ, পশুপাখি, গাছগাছালি তথা সমগ্র বাস্তুতন্ত্রে কুপ্রভাব নিয়ে আসতে পারে যা এই পৃথিবীর জীবকুলের ক্ষতি সাধন করতে পারে।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: cultivation-of-bt-brinjal-detected-in-Haryana
Published on: 11 May 2019, 10:56 IST