রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 6 May, 2019 11:28 AM IST

পরিত্যক্ত কয়লাখনি গুলিতে বহুবছর ধরে আশেপাশের অঞ্চলগুলি থেকে বৃষ্টির জল গড়িয়ে এসে জমা হতে হতে বড় জলাশয়ে পরিনত হয়েছে। রুক্ষ-শুষ্ক অঞ্চলে এত বড় জলের ভান্ডার চাষীদের কাছে আশীর্বাদ স্বরূপ।

আশেপাশের গ্রামের কৃষকরা অফুরন্ত এই জলকে কাজে লাগিয়ে নানান সবজি চাষ করছেন। অঞ্চলে চাষের এলাকা বাড়ছে। কৃষকরা কৃষি দপ্তরের সহায়তা পাচ্ছেন। কিছু প্রগতিশীল কৃষক ২০১৫-২০১৬ সালে এই চাষবাস শুরু করেন মাত্র ১৫ বিঘা জমি নিয়ে। বর্তমানে সেই চাষের এলাকা বেড়ে হয়েছে ১০০ বিঘার ওপর। কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প যেমন আত্‌মা, জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, টি. আর. এফ. এ. ইত্যাদি প্রকল্পের প্রদর্শণী ক্ষেত্রে রূপায়ীত হয়েছে এই অঞ্চল। কৃষি দপ্তর বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে যাতে কৃষকরা আয় বাড়াতে পারেন।

কৃষি দপ্তরের আধিকারিকদের মতে সঠিক সেচ পদ্ধতি ব্যবহার করলে এই জল দিয়ে সারা বছর চাষ করা সম্ভব হবে। এই এলাকায় একটি রিভার লিফট ইরিগেশন ব্যবস্থা গড়ে তুলতে পারলে এলাকায় চাষবাসের আমুল পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে পাম্পের সাহায্যে জলাশয় থেকে জল তুলে পাইপের মাধ্যমে দূরের জমিগুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে যা একদিকে যেমন কষ্টসাধ্য তেমনই কৃষকদের জন্য খরচসাপেক্ষ।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: cultivation-using-water-of-abandoned-coal-mine-in-purulia
Published on: 06 May 2019, 11:28 IST