এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 2 May, 2020 3:07 PM IST

মে মাসের শুরুতেই ফের লকডাউনের মেয়াদ বাড়াল সরকার৷ করোনায় দেশ যেমন তার স্বাভাবিক ছন্দ হারিয়েছে, তেমনই খামখেয়ালি হয়ে উঠেছে আবহাওয়া৷ কখনও বৃষ্টি, কখনও রোদ, কখনও বা ঝড়, আবার কখনও শুধুই মেঘলা আকাশ, সঙ্গে অস্বস্তিকর গরম৷ ইতিমধ্যেই  গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়ে চলেছে৷ জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

প্রসঙ্গত, ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আমফান৷ যার জেরেই আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরের ওপর থাকা ঘূর্ণাবর্ত গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্বে গিয়ে, তা ধীরে ধীরে মায়ানমার, বাংলাদেশ সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাবে৷

বেশ কিছু রাজ্যে এর বিক্ষিপ্ত প্রভাব পড়বে৷ আছড়ে পড়তে পারে ঝড়, সেই সঙ্গে প্রবল বৃষ্টিও হতে পারে৷ এর জন্য ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে৷

গত ২৪ ঘন্টায় উত্তর-পূর্ব ভারত, কর্ণাটকের কিছু অংশ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা উপকূল, পশ্চিমবঙ্গ, প্রভৃতি বিভিন্ন স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত হয়েছে৷ এছাড়া, দক্ষিণ মহারাষ্ট্র, পূর্ব রাজস্থান, ছত্তিশগড়ে কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে।

আজ পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ লাদাখ, রাজস্থান, অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রের কিছু স্থান, ওড়িশার কিছু স্থানে এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি স্থানে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ আগামী কয়েকদিন বৃষ্টিপাতের তালিকায় জম্মু-কাশ্মীর, লাদাখ সহ রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি৷

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ আন্দামানে সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে৷ এর ফলে সেখানে প্রবল বৃষ্টিপাতও হতে পারে৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদুৎসহ বৃষ্টিপাত চলতে পারে আরও বেশ কয়েকদিন৷ কলকাতায় শনিবারও আংশিক মেঘলা আকাশ থাকবে৷ সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টিপাত৷ তবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে৷ সকালে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রী নীচে, ২১.১ ডিগ্রী সেলসিয়াস৷ সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে৷ রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

বর্ষা চ্যাটার্জি

English Summary: Cyclone Amphan Update, These States Likely to Witness Heavy Rain during next 24 hours
Published on: 02 May 2020, 03:07 IST